রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হলিউড-বলিউড তারকাদের ঝলক
জেদ্দা, সৌদি আরব | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১২:১২
মধ্যপ্রাচ্যের সৌদি আরবে অনুষ্ঠিত পঞ্চম রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবারের আসরে হলিউড ও বলিউডের প্রথম সারির তারকাদের উপস্থিতি নজর কাড়েছে। জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকার কালচার স্কয়ারে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী লালগালিচায় উপস্থিত ছিলেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইন, আমেরিকান অভিনেত্রী সিগোর্নি উইভার, হংকং পরিচালক স্ট্যানলি টং ও ফরাসি-আলজেরিয়ান পরিচালক রশিদ বুশারেব। বিশেষভাবে মাইকেল কেইনকে হুইলচেয়ারে সঙ্গে নিয়ে আসেন আমেরিকান অভিনেতা ভিন ডিজেল।
উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ব্রিটিশ-ইয়েমিনি বক্সিং চ্যাম্পিয়ন প্রিন্স নাসিম নাজ হামেদ এর বায়োপিক জায়ান্ট, নির্মাণ করেছেন ব্রিটিশ-ভারতীয় পরিচালক রোয়ান আথালে।
বলিউডের উন্মাদনা
বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন কথোপকথন অধিবেশনে অংশ নিয়ে দর্শকদের আকর্ষণ সৃষ্টি করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) কৃতি স্যানন দর্শকদের সঙ্গে আড্ডায় মিলিত হবেন। এছাড়া ট্রেজার্স প্রকল্পে পুনরুদ্ধারকৃত উমরাও জান (১৯৮১) প্রদর্শিত হবে, যেখানে অংশ নেবেন অভিনেত্রী রেখা ও পরিচালক মুজাফফর আলি।
আন্তর্জাতিক তারকাদের কথোপকথন
হলিউড তারকারাও নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন কুইন লতিফা, কার্স্টেন ডান্সট, নিনা দোব্রেভ, জেসিকা অ্যালবা, ড্যাকোটা জনসন, আনা ডি আরমাস।
উৎসব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এবারের প্রতিযোগিতা বিভাগে ১৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিভিন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন অস্কারজয়ী পরিচালক শন বেকার, জুরি বোর্ডে রয়েছেন ওলগা কুরিলেনকো, নায়োমি হ্যারিস, রিজ আহমেদ, নাদিন লাবাকি।
রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাত্র পাঁচ বছরে মধ্যপ্রাচ্যের চলচ্চিত্রপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণীয় আয়োজন হয়ে উঠেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।