রণবীর–আলিয়ার ২৫০ কোটির স্বপ্নের বাংলোতে গৃহপ্রবেশ সম্পন্ন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০১

সংগৃহীত

দেড় বছরের প্রতীক্ষা, ২৫০ কোটি রুপি বিনিয়োগ—অবশেষে দাঁড়িয়ে গেল রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের নতুন বাংলো। বিলাসিতা ও নকশায় যা টেক্কা দেয় বলিউডের তারকা বাড়ি শাহরুখ খানের ‘মান্নাত’ থেকে অমিতাভ বচ্চনের ‘জলসা’ পর্যন্ত। দিওয়ালির শুভক্ষণে যজ্ঞ ও পূজার মধ্য দিয়ে গৃহপ্রবেশের পর এবার আলিয়া ভাট নিজেই ভক্তদের দেখালেন সেই নতুন সংসারের প্রথম ঝলক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করেন আলিয়া। সেখানে ধরা পড়ে গৃহপ্রবেশের দিনের বিশেষ মুহূর্তগুলো। ছবিতে দেখা যায়—ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে রণবীর কাপুরকে প্রণাম করতে, আর অন্য ফ্রেমে রয়েছে যজ্ঞ, পূজা পাঠ ও নতুন বাড়ির নানা আচার-অনুষ্ঠানের দৃশ্য।

ছোট্ট রাহাও মা–বাবার সঙ্গে গৃহপ্রবেশের পূজায় অংশ নেয়। আর বউমার এই আয়োজনে আপ্লুত হয়ে পড়েন নীতু কাপুর। এক ছবিতে দেখা যায়—ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আলিয়াকে আলিঙ্গন করছেন তিনি, ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন পুত্রবধূকে। মুহূর্তটি ভক্তদের মন ছুঁয়ে যায়।

উল্লেখ্য, রণবীর–আলিয়ার নতুন এই বাংলোতেই সম্প্রতি তিন বছর বয়সী রাহার জন্মদিন পালন করা হয়েছে। জানা গেছে, ২৫০ কোটির এই বাংলোর অর্ধেক অংশ রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করা হয়েছে। বাকি অংশটি রাখা হয়েছে নীতু কাপুরের নামে—ঋষি কাপুরের ইচ্ছা অনুযায়ী।

নতুন বাংলোর সাজসজ্জা, ছবি এবং পরিবারিক উষ্ণ মুহূর্ত দেখে উচ্ছ্বসিত ভক্তরা। এ বছর দিওয়ালিতে বলিউডে সবচেয়ে আলোচিত তারকা-ঘরবাড়ির তালিকায় নিঃসন্দেহে শীর্ষে রয়েছে রণবীর–আলিয়ার এই নতুন আবাস।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top