ঢাকায় পাকিস্তানি ব্যান্ডের কনসার্ট স্থগিত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩

সংগৃহীত

ঢাকায় পৌঁছেও শেষ পর্যন্ত মঞ্চে উঠতে পারল না পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড কাভিশ। রাজধানীতে কনসার্টের উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক তখনই সৃষ্টি হলো অস্বস্তিকর পরিস্থিতি—শেষ মুহূর্তে আটকে যায় ভেন্যুর অনুমতি। ফলে আয়োজক প্রাইম ওয়েভ কমিউনিকেশনস বাধ্য হয়ে অনুষ্ঠানটি স্থগিতের ঘোষণা দেয়। তবে তারা জানিয়েছে—ইভেন্টটি বাতিল নয়, পুনর্নির্ধারণ করা হবে শিগগিরই।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামে মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইড ভেন্যুতে আয়োজিত হওয়ার কথা ছিল কনসার্টটি। কাভিশ ছাড়াও এতে পারফর্ম করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, মেঘদলসহ আরও বেশ কয়েকজন শিল্পীর।

এর আগের দিন, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকায় পৌঁছে যায় কাভিশ। বিমানবন্দরে ব্যান্ড সদস্যদের ছবি প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান সামাজিক মাধ্যমে জানায় যে শিল্পীরা ইতোমধ্যেই ঢাকায় এসে প্রস্তুত।

কিন্তু শুক্রবার বিকেলেই আয়োজক প্রতিষ্ঠান জানায়, সব প্রস্তুতি, কাগজপত্র, পারিশ্রমিক পরিশোধ এবং অনুমতির প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরও দেশের সামগ্রিক পরিস্থিতি ও অস্থিরতার কারণে পরামর্শ দেওয়া হয়েছে অনুষ্ঠানটি স্থগিত করার জন্য। ভিডিওবার্তায় তারা বলে, “আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা। শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে ছিল না।”

আয়োজকরা দুঃখপ্রকাশ করে আরও জানান, কনসার্টটি বাতিল করা হয়নি—শুধু সাময়িকভাবে স্থগিত। পাশাপাশি কাভিশ ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তাও পাঠিয়েছে, যা সামাজিক মাধ্যমে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও ঢাকায় পারফর্ম করেছিল কাভিশ। ‘বাচপান’ ও ‘তেরে পেয়ার মে’ গানগুলো দিয়ে দক্ষিণ এশিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top