শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

রুবাইয়াত হোসেনের নতুন সিনেমায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তিন অভিনেত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮

সংগৃহীত

এক মেয়ের স্বপ্ন রূপকথার মতো বিয়ের আয়োজনের মধ্যে লুকানো জটিল রোগ, মানসিক চাপ ও রহস্যময় কল্পনার গল্প নিয়ে নতুন সিনেমা নির্মাণ করেছেন ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত পরিচালক সৈয়দা রুবাইয়াত হোসেন। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ শিরোনামের এ সিনেমার শুটিং হয়েছে গোপনভাবে।

সিনেমায় অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া তিন অভিনেত্রী—আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল ও রিকিতা নন্দিনী শিমু। তাদের সঙ্গে আছেন জাইনিন করিম চৌধুরী। পরিচালক জানান, গল্পটি নিয়ে তিনি প্রায় দুই দশক ধরে কাজ করছেন। ২০০৬ সালে এটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণের পরিকল্পনা করেছিলেন, পরে পূর্ণদৈর্ঘ্য নির্মাণের সিদ্ধান্ত নেন।

রুবাইয়াত হোসেন বলেন, “২১ বছর ধরে গল্পটি আমার মনে রয়েছে, বারবার লিখেছি। অবশেষে এক দুর্দান্ত টিম নিয়ে সিনেমাটি তৈরি করতে পেরেছি। এটি আমার কাছে একটি মিরাকলের মতো।” তিনি আরও যোগ করেন, “প্রত্যেক অভিনয়শিল্পী উজাড় করে দিয়েছেন। তাঁদের আস্থা, উদারতা, নিখুঁত শৈল্পিকতা ও দৃঢ় প্রত্যয়ের জন্য আমি কৃতজ্ঞ।”

চিত্রগ্রহণে আছেন পর্তুগিজ নির্মাতা লিওনর টেলস, এবং অন্যান্য বিভাগের কাজ করেছেন আন্তর্জাতিক কলাকুশলীরা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমার, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস এবং নরওয়ের ইনগার্ড লিল হটন।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রকল্পটি ১৩ ডিসেম্বর থেকে ফ্রান্সে অনুষ্ঠিত লেস আর্কস ফিল্ম ফেস্টিভ্যালের ‘ওয়ার্ক-ইন-প্রোগ্রেস’ প্রোগ্রামে প্রদর্শিত হবে। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশন কাজ চলছে এবং ২০২৬ সালের মার্চ নাগাদ এটি প্রকাশিত হবে। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

উল্লেখ্য, আজমেরী হক বাঁধন ২০২১ সালে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার জন্য, সুনেরাহ বিনতে কামাল ২০১৯ সালে ‘ন ডরাই’ সিনেমার জন্য এবং রিকিতা নন্দিনী শিমু ২০২২ সালে ‘শিমু’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

 

এনএফ৭১?ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top