পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা পিয়ারি মরিয়মের যমজ সন্তান জন্মের পর আকস্মিক মৃত্যু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১
পাকিস্তানের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা পিয়ারি মরিয়ম মারা গেছেন। গত ৪ ডিসেম্বর, যমজ সন্তান জন্ম দেওয়ার পরই তার মৃত্যু হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন স্বামী আহসান আলী। তিনি জানান, নবজাতক দুই পুত্র সুস্থ আছেন। তবে স্ত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আহসান আলী এক বিবৃতিতে বলেন, “নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব। সবার কাছে অনুরোধ, মরিয়মের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে ক্ষমা করেন।” তিনি অনুরোধ করেন, ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।
২৬ বছর বয়সী পিয়ারি মরিয়মের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা এক লাখ ৫০ হাজারের বেশি ছিল। তিনি স্বামীর সঙ্গে নাচ-গান ও বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ভিডিও পোস্ট করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
উল্লেখ্য, চলতি বছরে সন্তান জন্ম দিতে গিয়ে একাধিক কনটেন্ট নির্মাতার মৃত্যু ঘটেছে। সেপ্টেম্বরে অস্ট্রেলীয় ফুড ইনফ্লুয়েন্সার স্টেসি হ্যাটফিল্ড, এবং এর আগে সিজারের সময় নার্স-ইনফ্লুয়েন্সার হেইলি ওকুলার মারা গিয়েছিলেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।