শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

সারা খান ও কৃষ পাঠকের হিন্দু রীতিতে বিয়ে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫

সংগৃহীত

টেলিভিশন অভিনেত্রী সারা খান আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন। শুক্রবার, ৫ ডিসেম্বর মুম্বাইয়ে সুনীল লহরীর পুত্র কৃষ পাঠক-এর সঙ্গে হিন্দু রীতিতে সাত পাক ঘুরলেন সারা। এদিন উপস্থিত ছিলেন কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজন। বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ, মালাবদল, সিঁদুর দানসহ সব হিন্দু রীতিনীতি সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিপর্দার পরিচিত মুখরা, যেমন আওয়েজ দরবার, নগমা মিরাজকার, ফলক নাজ, রাজীব ঠাকুর এবং দীপশিখা নাগপাল। বিয়ের পর আমন্ত্রিত অতিথিদের জন্য একটি রিসেপশনও আয়োজিত হয়। অভিনেত্রী সারা খান লাল লেহেঙ্গা, মানাসই সোনা ও কুন্দনের গয়নায় সেজেছিলেন। মেহেন্দি অনুষ্ঠানে স্বামীর নামও উন্মোচিত হয় ক্যামেরার ক্যাচে।

সামাজিক মাধ্যমে বন্ধুরা সারা ও কৃষকে শুভেচ্ছা জানিয়েছেন, তবে একাংশ নিন্দুক আবারও সমালোচনা করতে শুরু করেছেন। বিশেষত মুসলিম নারী হয়ে হিন্দু পাত্রকে বিয়ে করার বিষয়টি নিয়ে বিতর্ক তুঙ্গে। কিছু সমালোচক ‘বিগ বস’-এর সময়কার আলি মার্চেন্ট অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন এবং প্রশ্ন তুলেছেন, “আর কতবার সুখী দাম্পত্য শুরু করবেন সারা?” উল্লেখ্য, ওই রিয়েলিটি শোয়ের পর সারা আলিকে বিয়ে করেছিলেন, যা পরে বিচ্ছেদে পরিণত হয়েছিল।

সারা খানের জীবনে নতুন ইনিংস শুরু হলেও পুরনো বিতর্ক এখনো সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে আছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top