রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

গ্ল্যামারাস লুকে ভক্তদের মুগ্ধ করলেন ঢালিউড নায়িকা মন্দিরা চক্রবর্তী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪১

সংগৃহীত

বর্তমান ঢালিউডের অন্যতম হটকেক চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় আবারও নজর কেড়েছেন। কয়েক বছর আগে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আরিফিন শুভর বিপরীতে আসে তার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’। ধীরে ধীরে মন্দিরা দর্শকদের চেনা ও প্রিয় মুখে পরিণত হয়েছেন।

গত শনিবার রাতে মন্দিরা তার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন, যা দ্রুত ভাইরাল হয়। ছবিগুলোতে তার গ্ল্যামারাস লুক ভক্তদের নজর কাড়ে। দেখা যায়, তিনি পরেছেন চকলেট বা গাঢ় বাদামি রঙের বডিকন গাউন, যা স্লিভলেস, সোনালী স্ট্র্যাপযুক্ত এবং বুক ও কোমরের অংশে কার্ভি ফিটিং রয়েছে। প্রতিটি পোজে তার আবেদনময়ী অভিব্যক্তি চোখে পড়ে।

ছোটখাটো অলঙ্কারের সঙ্গে বড় মেটালের বালা ও বাহারি আংটি পরিহিত মন্দিরার খোলা ঢেউ খেলানো চুল তাকে আরও রূপসী দেখাচ্ছে। ছবির ক্যাপশনে মন্দিরা লিখেছেন, “মাদকের মতো হও, তাদেরকে তোমার জন্য মরতে দাও।”

মন্দিরার এই পোস্ট ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যে তার রূপ ও স্টাইলের প্রশংসা করেছেন।

অভিনয়ের আগে মন্দিরা নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি কথক নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনবার জাতীয় পুরস্কার লাভ করেছেন। ২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি রানার্স-আপ হয়েছিলেন। নাচের পাশাপাশি তিনি নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন এবং পরে চলচ্চিত্রে নাম লেখান। যদিও দুটি সিনেমা শেষ করেছেন, বর্তমানে তার নতুন সিনেমার খবর এখনও জানা যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top