সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

মহান বিজয় দিবসে দেশের ৬৪ জেলায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৬

সংগৃহীত

মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে দেশের ৬৪ জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশিত হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শনিবার প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, এ প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় ১৯৭১ সালের একাত্তরের কালজয়ী গানগুলো পরিবেশন করা হবে। সাধারণ জনগণকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

১৯৭১ সালের নয়মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে এবং পেয়েছিল সার্বভৌমত্ব ও লাল সবুজের জাতীয় পতাকা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top