সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

শাহরুখ কি জেমস বন্ড হবেন, যা বললেন অভিনেতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭

সংগৃহীত

শেষবার জেমস বন্ডের চরিত্রে পর্দায় হাজির হয় ২০২১ সালে। এরপর চার বছর অতিক্রম হলেও এখনও নতুন বন্ড কে হবেন তা নিয়ে কৌতূহল তুঙ্গে। সম্প্রতি এ প্রশ্নের সম্মুখীন হয়েছেন কিং খান শাহরুখ খান।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র নায়ক-নায়িকার ব্রোঞ্জমূর্তির উদ্বোধন অনুষ্ঠানে শাহরুখ ও কাজল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকালে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি শাহরুখকে প্রশ্ন করে, এখন তো তিনি চুটিয়ে অ্যাকশন ছবি করছেন, এরপর কি জেমস বন্ডও হতে পারেন?

শাহরুখ জবাবে বলেন, ‘‘নাহ, আমার উচ্চারণটা ওরকম নয়। আমার শেকেন মার্টিনিও ভালো লাগে না। আমি বেশি অ্যাকশন ছবি করিওনি। সবসময় রোম্যান্টিক ছবি করতে চেয়েছি। তবে কাজলের সঙ্গে কাজ করার কারণে সেই ছবি বেছে নিয়েছি।’’

কাজলও টিপ্পণী দিয়ে বলেন, ‘‘শাহরুখ ছাড়া বহু অ্যাকশন ছবি করেছেন ‘ডন’-এর মতো।’’ শাহরুখ জবাবে বলেন, ‘‘হ্যাঁ, কিছু একা করেছি। তবে আমরা যেগুলোর জন্য পরিচিত, সেগুলো আমরা একসঙ্গে করেছি। জেমস বন্ডকে চিনি না, কিন্তু শন কনারিকে অবশ্যই চিনি।’’

বর্তমানে শাহরুখ নতুন কিং সিনেমা নিয়ে ব্যস্ত। তিনি শেষবার ২০২৩ সালে ‘ডানকি’তে অভিনয় করেছিলেন। একই বছর আরও দুইটি সিনেমা ‘জাওয়ান’ ও ‘পাঠান’ প্রদর্শিত হয়, যা বক্স অফিসে ব্যাপক সফলতা পেয়েছিল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top