বানান ভুলে ট্রোলের শিকার স্বস্তিকা,কান ধরে ক্ষমা চাইলেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৮
ছোটপর্দা ও বড়পর্দার পরিচিত মুখ স্বস্তিকা দত্ত দীর্ঘ দুই বছরের পর ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ নাটকের মাধ্যমে টিভিতে প্রত্যাবর্তন করেছেন। তবে ফিরেই বিপাকে পড়তে হয়েছে অভিনেত্রীকে।
ধারাবাহিকের সম্প্রতি একটি পর্বে ক্লাসরুমের বোর্ডে ইংরেজিতে লেখা ছিল ‘নলেজ ইজ পাওয়ার’, যেখানে ‘Knowledge’ শব্দের ‘D’ অক্ষরটি বাদ পড়েছিল। এই ভুল নজর এড়ায়নি দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট শেয়ার করে স্বস্তিকাকে ট্রোল করা হয়।
বাধ্য হয়ে ফেসবুক লাইভে এসে ক্ষমা চেয়ে স্বস্তিকা বলেন, ‘‘আমি দর্শকদের কাছে ক্ষমা চাইছি। ছোটবেলায় অঙ্কে যেমন ছোট ভুল হত, এটাও তেমন একটি ভুল। এর মানে আমরা অশিক্ষিত নই।’’ তিনি আরও জানান, ‘‘এই ভুল আর কোনোদিন হবে না। আমি দর্শকদের কাছে ক্ষমা চাচ্ছি, যেমন ছাত্রদের ভুল হলে শিক্ষিকাও ক্ষমা চাইতে শেখান।’’
অভিনেত্রী ধারাবাহিকে একজন প্রফেসরের চরিত্রে অভিনয় করছেন। দর্শকরা আশা করেছিলেন, তিনি তার চরিত্রকে নিখুঁতভাবে উপস্থাপন করবেন, কিন্তু বানান ভুলের কারণে সেই আশা পূর্ণ হয়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।