স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের বিয়ে বাতিলের ঘোষণা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৯
ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বিয়ে শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে বিয়ে হওয়ার কথা থাকলেও স্মৃতির বাবার অসুস্থতার কারণে তা স্থগিত করা হয়। এরপরও বিয়ে হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল।
রবিবার দুপুরে ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ মুচ্ছল। তিনি লিখেছেন, ‘‘আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে দাঁড়াচ্ছি।’’ প্রায় একই সময়ে স্মৃতি মান্ধানাও বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন।
পাঁচ বছরের প্রেমের পর বিয়ের পথে চললেও শেষ পর্যন্ত জুটি বিয়ে করতে পারেনি। বিয়ে স্থগিত হওয়ার পর পলাশকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু গুজব ছড়িয়েছিল, যেখানে দাবি করা হয়েছিল, স্মৃতির সঙ্গে সম্পর্ক থাকাকালীন অন্য নারীর সঙ্গে পলাশের সম্পর্ক ছিল।
এই বিষয়ে পলাশ জানিয়েছেন, ‘‘যাঁরা মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আমার টিম কঠোর আইনি ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে যাঁরা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’’
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।