ব্রেকাপের পরে ভেঙে পড়েছিলেন ক্যাটরিনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০৩
বলিউডের আলোচিত প্রেমকাহিনিগুলোর মধ্যে অন্যতম ছিল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক। ক্যারিয়ারের শুরুর পথেই তাদের প্রেম ভাইরাল টপিক হয়ে ওঠে। তবে দীর্ঘদিনের সেই সম্পর্ক পরিণতি না পেলেও আজ রণবীর-আলিয়া ও ক্যাটরিনা-ভিকির দাম্পত্য জীবন সুখেই কাটছে। তবুও রণবীর–ক্যাটরিনার পুরনো প্রেম নিয়ে বলিউড মহলে এখনও আলোচনা থামে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অতীতের এক বেদনাদায়ক মুহূর্তের কথা তুলে ধরেছেন বর্ষীয়ান সাংবাদিক পূজা সামন্ত।
জাহরা জানির ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে পূজা সামন্ত জানান, ব্রেকআপের পর ক্যাটরিনা মানসিকভাবে কতটা ভেঙে পড়েছিলেন। তার ভাষায়, “আমরা যশরাজ স্টুডিওতে ক্যাটরিনার সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম। উনি কেবলই কাঁদছিলেন— একেবারে ভেঙে পড়া কান্না। বলছিলেন, ‘ভুল করে ফেলেছি… এবার নিজের কাজ হারালে আমিই দায়ী থাকব।’”
সাংবাদিকের মতে, সেই সময় ক্যাটরিনা ভয় পাচ্ছিলেন যে বিচ্ছেদের ধাক্কা হয়তো তার ক্যারিয়ারকেই ঝুঁকির মুখে ফেলবে। রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার মানসিক চাপ তাকে শঙ্কায় ফেলে দেয়— অভিনয়জীবন কি আর টিকবে?
বর্তমানে অবশ্য পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা, সম্প্রতি তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। অন্যদিকে, রণবীর কাপুরও আলিয়া ভাটকে বিয়ে করে বাবা হয়েছেন; তাদের কন্যার নাম রাহা।
তবুও রণবীর–ক্যাটরিনার প্রেম বলিউডে চর্চার কেন্দ্রবিন্দু রয়ে গেছে। সম্প্রতি আমির খানের মেয়ের বিয়েতে দু’জনের পোশাকের রং মিলিয়ে গেলে সামাজিক মাধ্যমে আবারও হইচই পড়ে যায়। বলিউডপ্রেমীদের মতে— এ ঘটনাই প্রমাণ করে, তাদের ‘আজব প্রেম কি গজব কাহানি’ আজও ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত প্রেমগাথা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।