ওপার বাংলার প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় আর নেই
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০৭
ওপার বাংলার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় আর নেই। রোববার (৮ ডিসেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে ভারতের বাঙুর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান শিল্পী।
হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি বাঙুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু সেখানেই শেষ পর্যন্ত মৃত্যুকে এড়ানো সম্ভব হয়নি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। আর্টিস ফোরামের পক্ষ থেকে ইতোমধ্যেই তাঁর পরিবারকে শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়েছে। রাত দেড়টার দিকে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
১৯৪২ সালে মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণ করা কল্যাণ চট্টোপাধ্যায় ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। ১৯৬৮ সালে ‘আপনজন’ ছবির মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে তাঁর। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মহানায়কদের সঙ্গেও কাজ করেছেন এই শিল্পী।
টলিউড ছাড়িয়ে বলিউডেও অভিনয় করেছেন কল্যাণ চট্টোপাধ্যায়। সুজয় ঘোষ পরিচালিত কাহানি ছবিতে বিদ্যা বালানের সঙ্গে তাঁর অভিনয় প্রশংসা কুড়ায়। নওয়াজউদ্দিন সিদ্দিকিসহ আরও অনেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। কয়েকশো চলচ্চিত্রে অভিনয় করেছেন তাঁর দীর্ঘ কর্মজীবনে। সাগিনা মাহাতো, ধন্যি মেয়ে, সফেদ হাতি— তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে কয়েকটি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।