রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ৩ দিনে ক্রস করল ১০০ কোটি রুপি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮
রণবীর সিংয়ের বলিউড সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র তিন দিনে ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে। ৫ ডিসেম্বর মুক্তির পরই এই অ্যাকশন থ্রিলার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সমালোচকদের পূর্বাভাসকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে।
আয় বিশ্লেষণকারী সংস্থা স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে অর্থাৎ রোববার সিনেমাটি আয় করেছে ৪৩ কোটি রুপি, যার ফলে ভারতের মোট আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপি। এর আগে শুক্রবার ২৮ কোটি রুপির ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছিল ‘ধুরন্ধর’। শনিবার তা বেড়ে দাঁড়ায় ৩২ কোটি রুপিতে, যা প্রমাণ করে সিনেমার আয় লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শুধু বড় শহর নয়, মফস্বল এলাকাতেও সিনেমা দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আয় বিশ্লেষকরা অগ্রিম বুকিং নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন, কিন্তু বর্তমান সাফল্যে তারা উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমে এক আয় বিশ্লেষক জানিয়েছেন, শনিবার থেকেই ‘ধুরন্ধর’ অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে, এবং রোববার এটি সাম্প্রতিক সময়ের যেকোনো সিনেমার তুলনায় একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।
সিনেমায় রণবীর সিং একজন নির্ভীক সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, যিনি চারজন ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করেন। সামাজিক মাধ্যমে রণবীরের চরিত্র নিয়ে ব্যাপক জল্পনা থাকলেও সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি কাল্পনিক চরিত্র।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।