সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

গায়ে কম্বল জড়িয়ে কোথায় ছুটলেন মাহি?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:১০

সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি তার শুটিং জীবনের কষ্ট এবং তীব্র শীতের সঙ্গে লড়াই করার কিছু মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। নাটক এবং ওয়েব কনটেন্টে নিয়মিত অভিনয়ের মাধ্যমে মাহি বর্তমানে আলোচিত নাম। সামাজিক মাধ্যমে মাঝে মাঝে নাচ বা লুক নিয়ে বিতর্ক থাকলেও কাজের প্রতি তার মনোযোগ আগের মতোই অব্যাহত।

মাহি শেয়ার করা ভিডিওতে বলেন, “সবচেয়ে বেশি কষ্ট হলো এই শীতের মধ্যে সকাল সাতটায় ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়া, রাত একটায় শুটিং শেষ করে তিনটায় ঘুমাতে যাওয়া, এবং আবার ছয়টায় ওঠা। এটা আমার জীবনের অন্যতম দুঃখজনক অংশ।”

সোমবার সকালে মাহি সামাজিক মাধ্যমে একটি নতুন ভিডিও প্রকাশ করেন, যেখানে তাকে দেখা যায় চার স্তরের শীতের পোশাক ও মোজা পরা অবস্থায় মোটা কম্বল মুড়ি দিয়ে গাড়িতে বসে থাকতে। ভিডিওটির ক্যাপশনে মাহি রসিকতা করে লিখেছেন, “ঠান্ডা লাগছে, তাই বাসা থেকে আমাকে প্যাকেট করে শুটিংয়ে পাঠিয়েছে।”

ভক্তদের প্রশ্নের উত্তরে মাহি জানান, সব মিলিয়ে তিনি ৪টি পোশাক পরেছেন, এবং শুটিংয়ের সেই জায়গার ঠান্ডা যথেষ্ট কষ্টদায়ক।

ছোট পর্দার এই অভিনেত্রীর আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে একটি রিয়ালিটি শো’র মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য নাটক ও ওয়েব কনটেন্ট, যা তাকে দর্শকের কাছে জনপ্রিয় করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top