সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

আজ আফরান নিশোর জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:১৯

সংগৃহীত

শীতের আমেজমাখা আজকের দিনটি বাংলাদেশের বিনোদনপ্রেমীদের কাছে একটু আলাদা। কারণ, আজ টাঙ্গাইলে জন্মগ্রহণ করেছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ভক্তদের প্রিয় ‘নিশো ভাই’ আজ বড়দিনের মতোই বিশেষ।

আফরান নিশো, মূল নাম আহম্মেদ ফজলে রাব্বি, ২০০৩ সালে মডেলিং দিয়ে তার বিনোদনজগতে পথচলা শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তিনি বিজ্ঞাপন ও নাটকে নিজের পরিচয় তৈরি করতে সক্ষম হন। তবে তিনি কখনো জনপ্রিয়তার ঢেউয়ে ভেসে যাননি। বরং ধৈর্য, মেধা ও অভিনয়ের গভীরতা দিয়ে নিজেকে গড়ে তুলেছেন একজন পূর্ণাঙ্গ অভিনেতা হিসেবে।

নিশোর ছোটপর্দার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মুকুটহীন রাজা’, ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ সিরিজের রাফসান হক চরিত্র, ‘বুকের বাঁ পাশ’, ‘লতা অডিও’ ও ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’। নাটকগুলোতে তার মেথড অ্যাক্টিং দর্শকদের মন জয় করেছে।

ওটিটি এবং বড় পর্দাতেও নিশো প্রমাণ করেছেন তার বহুমুখী প্রতিভা। ‘মাসুদ’, ‘মরীচিকা’, ‘কাইজার’—সবখানেই তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। ২০২৩ সালে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে। সিনেমায় তার অভিনয় এবং ব্যবসায়িক সাফল্য দেখায়, তিনি দীর্ঘমেয়াদী অভিনেতা হতে প্রস্তুত।

নিশো ব্যক্তিগত জীবনকে গোপন রেখে শিল্পী হিসেবে কাজকে প্রধান্য দেন। স্ত্রী তৃষা এবং একমাত্র সন্তান নির্বানের সঙ্গে সময় কাটান, যা তাকে নতুন চরিত্রের জন্য প্রস্তুত রাখে।

আজ তার জন্মদিনে ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। আফরান নিশো মানেই নতুন কিছু, মানেই অভিনয়ের জাদু। চারচল্লিশে পা রাখলেও তার ফিটনেস ও অভিনয়ের প্রেরণা তরুণদের জন্য অনুপ্রেরণা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top