সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

ইমরানের জন্য চিন্তিত ‘বিশেষ বন্ধু’ টলিউড অভিনেত্রী মুনমুন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১

সংগৃহীত

টলিউড অভিনেত্রী মুনমুন সেন সম্প্রতি প্রকাশ করেছেন, তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খানের জন্য উদ্বিগ্ন। ভারতের সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ইমরান আমার বন্ধু। যদিও আমরা বর্তমানে সরাসরি সংযুক্ত নই, তবে তার জন্য আমার উদ্বেগ কমে যায়নি।”

মুনমুন আরও উল্লেখ করেন, “ইমরান সবসময় তার দেশের জন্য ভালো চেয়েছে। তাই তাকে বর্তমানে তার নিজ মাতৃভূমিতে এই পরিস্থিতির মুখোমুখি হতে দেখে খুবই মর্মাহত। এটা রাজনীতির সঙ্গে যুক্ত ঝুঁকিরই অংশ।”

গত দুই বছর ধরে ইমরান খান পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। সম্প্রতি ভুয়া খবর ছড়িয়েছিল যে তিনি মারা গেছেন, যা পরে মিথ্যা প্রমাণিত হয়। এই ঘটনায় তার বিশেষ বন্ধু মুনমুন সেন তার উদ্বেগ প্রকাশ করেছেন।

মুনমুন আবারও স্পষ্ট করেছেন, তার সম্পর্ক ইমরানের সঙ্গে বন্ধুত্বের সীমাতেই সীমাবদ্ধ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top