সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

দিল্লি কনসার্টে নেহা কক্করের পারফরম্যান্স ঘিরে বিতর্ক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:৫২

সংগৃহীত

দিল্লির এক লাইভ কনসার্টে ভারতের জনপ্রিয় গায়িকা নেহা কক্করের পারফরম্যান্স ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্টেজে ঝলমলে আলো, হাজারো দর্শকের গর্জন আর নেহা কক্করের আবেগময় উপস্থিতি থাকলেও এই পারফরম্যান্স সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নেহা ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা গেছে তিনি গান ও নাচের ফাঁকে পানির বোতল নিজের বুকের ওপরে ঢালছেন। তার পরনে ছিল লেপার্ড-প্রিন্ট আউটফিট, ব্রালেট, ফ্রিঞ্জড মিনি স্কার্ট এবং থাই-হাই বুট। লম্বা ব্লন্ড ঢেউ খেলানো চুল ঝাঁকিয়ে তিনি গানের তালে শরীরি মুভে পারফরম্যান্স করছিলেন।

নেটিজেনদের প্রতিক্রিয়া দুইভাগে ভাগ হয়ে গেছে। একাংশ তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে, ‘অদম্য নেহা এনার্জি’ এবং ‘মঞ্চে দাপট’ মন্তব্য করেছে। অন্যদিকে কেউ কেউ পারফরম্যান্সের কিছু অংশকে ‘অশ্লীল’ বা ‘নোংরা’ বলে সমালোচনা করেছেন।

নেহা কক্কর ২০০৫ সালে ইন্ডিয়ান আইডল থেকে গায়িকায় আত্মপ্রকাশ করেন। ২০০৮ সালে মুম্বাই পা রাখেন তার ভাই টনির সঙ্গে এবং সেই বছর ‘নেহা দ্য রকস্টার’ অ্যালবাম মুক্তি পায়। ২০১৩ সালে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’ সিনেমার ‘ধাতিং নাচ’ গানটি এবং ২০১৪ সালে ‘সানি সানি’ গানটি তাকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর থেকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন নেহা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top