সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

শাকিব খান অভিনয়ের জন্য প্রাণ দিতেও পারেন: রায়হান রাফী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৪০

সংগৃহীত

দীর্ঘদিন ধরে ঢালিউডকে অক্সিজেন যোগাচ্ছেন সুপারস্টার শাকিব খান। বর্ষীয়ান থেকে নবীন প্রজন্মের পরিচালক—প্রায় সব পর্যায়ের নির্মাতার সঙ্গে কাজ করেছেন কিং খান। সম্প্রতি ভারতের এক সংবাদমাধ্যমকে শাকিবকে নিয়ে দুটি ঘটনা শেয়ার করেছেন পরিচালক রায়হান রাফী, যিনি শাকিবের নতুন দুটি সিনেমার পরিচালক।

রাফী বলেন, টানা শুটিং চলাকালে শাকিব ভাইয়ের রক্তচাপ বেড়ে গিয়েছিল, কিন্তু অভিনেতা কাউকে জানাননি। রাফী শুটিং চালিয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে শাকিব নিজেই হাসতে হাসতে বিষয়টি জানিয়েছিলেন। তিনি চেপে রেখেছিলেন, না হলে শুটিং বাতিল হয়ে যেত।

আরেকটি ঘটনা শেয়ার করতে গিয়ে রাফী বলেন, তিনি শাকিবকে দুই সপ্তাহের মধ্যে ১২ কেজি ওজন কমানোর নির্দেশ দিয়েছিলেন, এবং ঠিক সেই সময়ের মধ্যে শাকিব লক্ষ্য অর্জন করেছিলেন।

রাফী শাকিবের কাজের ধারা নিয়ে বলেন, “শাকিব ভাই পরিচালকদের সঙ্গে মিশে যেতে জানেন, নিজেকে সমসাময়িক রাখতে জানেন, অসম্ভব পরিশ্রম করতে জানেন। দরকারে অভিনয়ের জন্য প্রাণ দিতে পারার মানসিকতাও তাঁর মধ্যে আছে।”

বর্তমানে শাকিব খান ব্যস্ত একাধিক ছবির কাজ নিয়ে। এর মধ্যে দুটি উল্লেখযোগ্য সিনেমা হলো সোলজার ও প্রিন্স, যার পরিচালক যথাক্রমে সাকিব ফাহাদ এবং আবু হায়াত মাহমুদ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top