সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নারীর নেতৃত্বের শক্তি ফুটে উঠলো

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৮

সংগৃহীত

রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এর তৃতীয় দিনে প্রমাণ হয়ে গেল, নারীরা শুধুই উপস্থিত নন, বরং উৎসবের প্রতিটি অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন। আলোচনাসভা, মাস্টারক্লাস ও শিল্প–বিনিময়ের প্রতিটি ক্ষেত্রেই তাঁদের প্রভাব লক্ষ্য করা গেছে।

দিনের শুরুতে মঞ্চে উপস্থিত হন ঐশ্বরিয়া রাই বচ্চন। মা হওয়ার ও ক্যারিয়ার সামলানোর ব্যক্তিগত অভিজ্ঞতা, মিস ওয়ার্ল্ড খেতাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান নিয়ে তিনি খোলাখুলি আলোচনা করেন। ঐশ্বরিয়ার মতে, সততা ও দৃঢ়তাই তাঁর পথপ্রদর্শক, নিরাপত্তাহীনতা নয়।

হলিউড তারকা আনা দে আরমাস তার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন। হাভানা থেকে মাদ্রিদ হয়ে হলিউডে যাত্রা, ভাষার বাধা এবং চরিত্রের জন্য পর্যবেক্ষণ ও পরিশ্রম—এসবই তিনি তুলে ধরেন, যা তরুণ নির্মাতা ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস।

কুইন লতিফা শিল্পে নারীর নেতৃত্ব ও প্রতিনিধিত্বের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একজন নারীর সাফল্য অন্য নারীর জন্য নতুন দরজা খুলে দেয়।

ডাকোটা জনসন প্রযোজনা ও শিল্পের জটিলতা, আর্থিক অনিশ্চয়তা এবং ঝুঁকি নেওয়ার গুরুত্ব নিয়ে খোলামেলা কথা বলেন। তাঁর মতে, নারীর সক্রিয় অংশগ্রহণ শিল্পের ভিতরের দিকেও প্রভাব ফেলছে।

উৎসবের তৃতীয় দিনটি স্পষ্ট করে দেখিয়েছে, নারীরা কেবল রেড কারপেটে উপস্থিত নন, বরং শিল্পের ভাবনা, দিকনির্দেশনা এবং বাস্তবতার কথোপকথনও এগিয়ে নিচ্ছেন।

রেড সি ২০২৫-এর এই উৎসব ‘সিনেমার প্রতি ভালোবাসা’ শ্লোগানকে সামনে রেখে গত ৪ ডিসেম্বর জেদ্দায় শুরু হয়েছে এবং চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এবারের আয়োজনে বিশ্বের নানা দেশের ১১১টি সিনেমা প্রদর্শিত হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top