বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

১৩৬ কোটি টাকার জমি দান করলেন অভিনেত্রী কাঞ্চনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১১

সংগৃহীত

তামিল ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা আবারও আলোচনায়—এবার সিনেমায় নয়, বাস্তব জীবনে অসাধারণ এক দৃষ্টান্ত স্থাপন করে। ‘অর্জুন রেড্ডি’ ছবির স্নেহময়ী দাদির চরিত্রে অভিনয় করে যিনি দর্শকদের মন জয় করেছিলেন, সেই ৮৬ বছর বয়সী এই তারকা নিজের জীবনযাপন ও উদারতার জন্য এখন ভারতজুড়ে প্রশংসিত।

সম্প্রতি তামিল ইন্ডাস্ট্রির প্রযোজক এভিএম সারাভাননের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিলাসবহুল গাড়ি নয়, সাধারণ একটি অটোরিকশায় করে যান কাঞ্চনা। সিনে অঙ্গনের প্রবীণ এই শিল্পীর এমন সাধারণ জীবনযাপন দেখে সবাই বিস্মিত হলেও চমকের আসল অংশটি ছিল এখনো অজানা।

বহু বছর ধরে আত্মীয়দের সঙ্গে আইনি লড়াই চালিয়ে চেন্নাইয়ের টি. নগর এবং জি. এন. চেট্টি রোডে অবস্থিত মূল্যবান জমির মালিকানা ফিরে পান তিনি ও তার বোন গিরিজা পান্ডে। মামলায় জয়ের পর কাঞ্চনা তার মানত রক্ষা করতে সিদ্ধান্ত নেন জমিটি দান করার। তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-কে প্রায় ১০০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৬ কোটি টাকার সমমূল্যের জমি তিনি দান করেছেন। এই জমিতেই নির্মিত হবে ভগবান ভেঙ্কটেশ্বর ও দেবী পদ্মাবতীর একটি বৃহৎ মন্দির।

বিমানের কেবিন ক্রু থেকে রুপালি পর্দার তারকা—কাঞ্চনার জীবনের পথচলা নিজেই এক গল্প। অর্থনৈতিক কারণে মাত্র ৬০০ রুপিতে এয়ার হোস্টেস হিসেবে কর্মজীবন শুরু করলেও, এক যাত্রাপথেই পরিচালকদের নজরে পড়ে তার অভিনয়জীবন শুরু হয়। ১৯৬৪ সালে ‘কাধালিকা নেরমিলা’ দিয়ে সিনেমায় আত্মপ্রকাশের পর ৬০ ও ৭০ দশকে দক্ষিণী সিনেমার শীর্ষ নায়কদের সঙ্গে কাজ করেন তিনি। অভিনয় করেছেন দুই শতাধিক ছবিতে।

ব্যক্তিগত জীবনে বিয়ে না করে ব্রহ্মচার্য ও আধ্যাত্মিক পথে নিজেকে নিবেদন করেছেন কাঞ্চনা। ২০১৭ সালের ব্লকবাস্টার ‘অর্জুন রেড্ডি’-তে অভিনয়ের পর তিনি পর্দায় কম দেখা গেলেও, শোনা যাচ্ছে প্রভাস অভিনীত আসন্ন সিনেমা ‘স্পিরিট’-এ তাকে দেখা যেতে পারে।

১৩৬ কোটি টাকার সম্পদ দান করে কাঞ্চনা দেখিয়ে দিলেন—অর্থে নয়, মানবিকতায়ই মানুষের প্রকৃত মহত্ত্ব।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top