বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

২০২৫ সালে সবচেয়ে বেশি গুগলে সার্চ হওয়া ১০টি ভারতীয় সিনেমা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩১

সংগৃহীত

২০২৫ সালে ভারতীয় চলচ্চিত্রে দর্শকপ্রিয়তা এবং সার্চ ট্রেন্ডের দিক থেকে একাধিক সিনেমা আলোচনার কেন্দ্রে ছিল। গুগল ইন্ডিয়ার সার্চ ট্রেন্ড অনুযায়ী চলতি বছরে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যে ১০টি ভারতীয় সিনেমা—তালিকায় রয়েছে বিভিন্ন ভাষার হিট সিনেমা।

১. সাইয়ারা

মোহিত সুরির পরিচালনায় রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’ ১৮ জুলাই মুক্তি পায়। আহান পান্ডে ও অনিত পাড্ডার অভিনীত সিনেমাটি বিশ্বব্যাপী ৫৭০.৩৩ কোটি রুপি আয় করে। এ বছরের সবচেয়ে বেশি গুগল সার্চ করা সিনেমা এই ছবি।

২. কান্তারা: দ্য লিজেন্ড চ্যাপ্টার ১

রিষভ শেঠির পরিচালিত এবং অভিনীত কন্নড় ছবি ২ অক্টোবর মুক্তি পায়। সর্বকালের অন্যতম ব্লকবাস্টার এই সিনেমাটি ৮৫২.০৬ কোটি রুপি আয় করে এবং সার্চ ট্রেন্ডে দ্বিতীয় স্থানে থাকে।

৩. কুলি

লোকেশ কানাগরাজ পরিচালিত তামিল অ্যাকশন ড্রামা ‘কুলি’ ১৪ আগস্ট মুক্তি পায়। রজনীকান্ত, নাগার্জুনা আক্কিনেনি ও সৌবিন শাহির অভিনীত ছবিটি বিশ্বব্যাপী ৫১৮ কোটি রুপি আয় করে এবং গুগল সার্চে তৃতীয় স্থানে থাকে।

৪. ওয়ার ২

২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’-এর সিক্যুয়েল অয়ন মুখার্জির পরিচালনায় ১৪ আগস্ট মুক্তি পায়। বক্স অফিসে ব্যর্থ হলেও ৩৬৪.৩৫ কোটি রুপি আয় করে এবং গুগল সার্চে চতুর্থ স্থানে থাকে।

৫. সনম তেরি কসম

২০১৬ সালের রোমান্টিক ড্রামার রি-রিলিজ ৭ ফেব্রুয়ারি ২০২৫-এ মুক্তি পায়। হর্ষবর্ধন রানে ও মাওরা হোকানের অভিনীত ছবিটি ৫০ কোটি রুপি আয় করে এবং দর্শকরা গুগলে ব্যাপকভাবে খুঁজেছেন।

৬. মার্কো

হানিফ অধেনি পরিচালিত মালায়ালাম অ্যাকশন ড্রামা ‘মার্কো’ ২০ ডিসেম্বর ২০২৪ মুক্তি পায়। উণ্ণিকৃষ্ণনের অভিনীত ছবি ১০২ কোটি রুপি আয় করে এবং সার্চ ট্রেন্ডে স্থান করে নেয়।

৭. হাউসফুল ৫

তারুণ মনসুখানি পরিচালিত কমেডি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি ৬ জুন মুক্তি পায়। অক্ষয় কুমারের অভিনীত ছবিটি ২৮৮.৬৭ কোটি রুপি আয় করে এবং গুগল সার্চে সপ্তম স্থানে থাকে।

৮. গেম চেঞ্জার

এস. শংকর পরিচালিত তেলুগু রাজনৈতিক–অ্যাকশন থ্রিলার ১০ জানুয়ারি মুক্তি পায়। রাম চরণের অভিনীত ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও ১৮৬.২৮ কোটি রুপি আয় করে এবং দর্শক আগ্রহের কারণে গুগলে খুঁজে দেখা যায়।

৯. মিসেস

অরতি কাদাভ পরিচালিত ড্রামা ফিল্মটি ৭ ফেব্রুয়ারি ২০২৫ ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পায়। সান্যা মালহোত্রা, নিশান্ত দাহিয়া ও কানওয়ালজিৎ সিং অভিনীত ছবিটি ডিজিটাল মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

১০. মহাবতার নরসিমা

অশ্বিন কুমার পরিচালিত অ্যানিমেটেড পৌরাণিক ছবি ২৫ জুলাই মুক্তি পায়। বিষ্ণুর নরসিংহ অবতারের গল্পনির্ভর ছবিটি ৩২৬.৮২ কোটি রুপি আয় করে এবং গুগল সার্চে এ বছরের ১০ নম্বরে অবস্থান করে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top