বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

দীপিকা-পিকি কৌশলের প্রথম যুগলবন্দি? অমর কৌশিকের ‘মহাবতার’-এ নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩২

সংগৃহীত

বলিউডে নতুন গুঞ্জন প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন ও ভিকি কৌশল। দীপিকা পাড়ুকোন প্রতিদিনই নতুন চমক দিয়ে দর্শককে মন্ত্রমুগ্ধ করতে থাকে, এবার তার নাম জড়াল পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত পৌরাণিক মহাকাব্যিক সিনেমা ‘মহাবতার’-এর সঙ্গে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্ত্রী-২’ খ্যাত অমর কৌশিক দীপিকা পাড়ুকোনকে সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য বিবেচনা করছেন। সিনেমার কেন্দ্রীয় পুরুষ চরিত্রে থাকতে পারেন ভিকি কৌশল। যদি দীপিকা চূড়ান্তভাবে এই চরিত্রে অভিনয় করেন, তবে এটি হবে ভিকি কৌশল ও দীপিকার প্রথম বড় পর্দার যুগলবন্দি। এর আগে তারা একসঙ্গে বিজ্ঞাপনে দেখা গেছে, কিন্তু কোনো সিনেমায় স্ক্রিন শেয়ার করেননি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top