ফারিন খান ও মুশফিক ফারহানের নাটক ‘রং নাম্বার’ আসছে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০৪
নাট্যকার ও নির্মাতা রুবেল আনুশের গল্প ও পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘রং নাম্বার’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ফারিন খান। তার বিপরীতে রয়েছেন মুশফিক ফারহান। নাটকটি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে সম্প্রতি নির্মিত হয়েছে, তবে প্রচারের নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ করা হয়নি।
ফারিন খান জানিয়েছেন, 'রং নাম্বার' একটি সিনেমার নামেও আগে ব্যবহার হয়েছিল, যা নির্মাণ করেছিলেন শ্রদ্ধেয় মতিন রহমান স্যার। এবার রুবেল আনুশ ভাই এই নাটকটি নির্মাণ করেছেন। আগের মতোই নাটকটি তৈরি করা হয়েছে ভীষণ যত্নসহকারে। নাটকটি আরটিভিতে জমা দেওয়া হয়েছে, তাই সম্ভবত এটি কোনো উৎসবে প্রচারিত হবে। হতে পারে ইংরেজি নতুন বছর, ভালোবাসা দিবস বা ঈদে।”
এর আগে ফারিন রুবেল আনুশের পরিচালনায় অভিনয় করেছেন ‘আবদার’, ‘মনের মাঝে তুমি’, ‘প্রথম প্রেমের গল্প’**সহ আরও কয়েকটি নাটকে। এছাড়া সাম্প্রতিক সময়ে তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো ‘আজান’, ‘ফায়ার ফাইটার’, ‘রূপবান’, ‘মুহূর্ত’, ‘অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ’, ‘ঠিকানা’, ‘বন্ধুত্ব নাকি ভালোবাসা’, ‘সুইচ’, ‘আহারে জীবন’। সর্বশেষ প্রচারে এসেছে অপু শর্মা নির্মিত ‘মেঘছায়া’, যেখানে তার বিপরীতে ছিলেন সোহেল মণ্ডল।
ফারিন আশা প্রকাশ করেছেন, “যে কোনো উৎসবে নাটকটি প্রচারিত হোক, দর্শকরা এটি উপভোগ করবেন।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।