‘ধুরন্ধর’-এর বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অসম্মানের অভিযোগ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০৮
মুক্তির মাত্র চার দিনে বক্স অফিসে রেকর্ড ভেঙেছে রণবীর সিংয়ের সিনেমা ‘ধুরন্ধর’। ভারতীয় দর্শকদের মধ্যে ছবির জনপ্রিয়তা অপ্রতিরোধ্য গতিতে বাড়ছে। তবে পাকিস্তান থেকে নতুনভাবে বিতর্ক দেখা দিয়েছে।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজ়ির ভুট্টো-এর ছবি বেআইনিভাবে ব্যবহার এবং সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র অবস্থান বিকৃতভাবে দেখানোর অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেছেন পিপিপি মুখপাত্র ও সিন্ধ টাস্ক ফোর্সের সদস্য সুমেতা আফজাল সাইদ। তিনি বলেন, “‘ধুরন্ধর’-এ বেআইনিভাবে শহিদ বেনজ়ির ভুট্টোর ছবি ব্যবহার করা হয়েছে এবং পিপিপিকে যেন সন্ত্রাসবাদের প্রতি সহানুভূতিশীল দেখানো হয়েছে, যা সম্পূর্ণ ভুল। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিকভাবে সম্মানিত নেত্রীকে অপমান করার জন্য ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।”
এর পাশাপাশি সিনেমায় বালোচিস্তানকে কেন্দ্র করে মানবাধিকারকর্মীরাও আপত্তি জানিয়েছেন। তারা জানিয়েছেন, বালোচিস্তানের মানুষ কখনও সন্ত্রাসবাদকে সমর্থন করেনি এবং স্বাধীনতা সংগ্রামীদেরকে অস্ত্রের অভাবে সীমিত করা হয়েছে, তা না হলে পাকিস্তানকে তারা আগেই পরাস্ত করতে পারত।
‘ধুরন্ধর’ পরিচালনা করেছেন আদিত্য ধর। ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খন্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, মাধবন এবং সারা অর্জুন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।