রণবীরকে ‘নির্লজ্জ’ বললেন পীযূষ মিশ্র
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৫
বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা রণবীর কাপুরকে নিয়ে সম্প্রতি হইচই সৃষ্টি করেছেন প্রবীণ অভিনেতা ও গায়ক পীযূষ মিশ্র। ‘দ্য লালনটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিশ্র রণবীরকে ‘নির্লজ্জ’, ‘বেপরোয়া’, ‘হালকা’ ও ‘স্বাধীন’ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন।
পীযূষ মিশ্র বলেন, “রণবীর আলাদা, তার বিষয়ে আর জানতে চাইবেন না। এতটা নির্লজ্জ, বেপরোয়া মানুষ আমি জীবনেও দেখিনি। তার পরিবারে কত বড় বড় মানুষ — বাবা ঋষি কাপুর, মা নীতু কাপুর, দাদা রাজ কাপুর, প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুর — কিন্তু তাদের কোনো কিছুই তাকে ভারী করেনি। ১ শতাংশও না।” মিশ্র আরও জানান, শুটিং সেটে রণবীর অত্যন্ত মনোযোগী থাকেন, কিন্তু কাজ শেষে মুহূর্তেই তিনি স্বতঃস্ফূর্ত ও রিল্যাক্স মুডে ফিরে যান।
রণবীর অভিনয়ে আসেন ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে। তার ঝুলিতে রয়েছে ‘বরফি’, ‘রকস্টার’, ‘সঞ্জু’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং সর্বশেষ ব্লকবাস্টার ‘অ্যানিমেল’।
বর্তমানে রণবীর নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন। বিপরীতে সীতা চরিত্রে আছেন সাই পল্লবী। জানা গেছে, এই সিনেমার জন্য তিনি ৭৫ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। সিনেমার প্রথম পর্ব মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।