বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ পোশাক পরে বিদেশি সংস্কৃতি প্রচারের অভিযোগে চার তরুণকে আটক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:১১

সংগৃহীত

আফগানিস্তানে তালেবান সরকার চার তরুণকে ডেকে তাদের ‘পুনর্বাসন’ কার্যক্রমের আওতায় এনেছে, কারণ তারা জনপ্রিয় ব্রিটিশ সিরিজ পিকি ব্লাইন্ডার্স এর চরিত্রদের মতো পোশাক পরে রাস্তায় ঘুরছিল। মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের আচরণ দেশটিতে বিদেশি সংস্কৃতি প্রচারের সমতুল্য।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, চার তরুণ হেরাত প্রদেশের জিবরাইল এলাকার বাসিন্দা এবং তাদের বয়স ২০-এর মধ্যে। তারা থ্রি-পিস টুইড স্যুট, ওভারকোট ও ফ্ল্যাট ক্যাপের মতো পোশাক পরে রাস্তায় হাঁটার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ উর ইসলাম খাইবার বলেছেন, "চারজনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। তাদের ডেকে পরামর্শ দেওয়া হয়েছে এবং পরে ছেড়ে দেওয়া হয়েছে। তারা যে পোশাক পরেছিল, তাতে কোনো আফগান পরিচয় নেই। আমরা মুসলিম; আমাদের উচিত ধার্মিক পূর্বসূরিদের অনুসরণ করা।"

যাদের ডেকে পরামর্শ দেওয়া হয়েছে তাদের নাম হলো আসগর হুসাইনাই, জলিল ইয়াকুবি, আশোরে আকবারি ও দাউদ রাসা। তারা পরস্পরের বন্ধু এবং সম্প্রতি সামাজিক মাধ্যমে তাদের ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

  এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top