বাবা–মাকে হারানোর শোকই আমাকে আজকের শাহরুখ বানিয়েছে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫

সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান মানেই সাফল্যের এক উজ্জ্বল প্রতীক। কিন্তু এই সাফল্যের পথ সব সময় মসৃণ ছিল না। দুবাইতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই করুণ অথচ অনুপ্রেরণামূলক অভিজ্ঞতার কথা শোনালেন তিনি। জানালেন—বলিউডে আসার আগেই বাবা–মাকে হারানোর বেদনা কীভাবে তাকে আজকের ‘কিং খান’ হতে প্রেরণা দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুবাইতে শাহরুখ খানের নামে নামকরণ করা একটি বিলাসবহুল বাণিজ্যিক টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ বিশেষ মুহূর্তে তার পাশে ছিলেন দীর্ঘদিনের বন্ধু ও নির্মাতা ফারাহ খান।

ফারাহর সঙ্গে কথোপকথনের সময় অতীতের সেই কঠিন দিনে ফিরে যান শাহরুখ। তিনি বলেন, “আমার জীবন বদলে দেওয়া মুহূর্তটি এসেছিল খুব ছোট বয়সে, যখন আমি বাবা-মাকে হারাই। তখন মনে হয়েছিল, তারা আকাশের তারা হয়ে গেছেন এবং আর আমাকে দেখতে পাবেন না।”

শাহরুখ জানান, এই শোক তাকে দুর্বল করেনি; বরং আরও দৃঢ় করেছে। তার মনে জন্ম দেয় এক অদম্য জেদ—এত বড় হতে হবে যেন বাবা–মা জান্নাত থেকেও তাকে দেখতে পান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top