বৃহঃস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

রেড সি ফেস্টিভ্যালে আলিয়া ভাটের উজ্জ্বল উপস্থিতি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:১২

সংগৃহীত

সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়ে শুধুমাত্র ফ্যাশন স্টেটমেন্টই তৈরি করেননি, বরং নিজের ক্যারিয়ারের এক দশক নিয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী আলিয়া ভাট। কালো ফ্লোয়ি গাউনে রূপে দাপট দেখানো আলিয়া জানিয়েছেন, ১৭ বছরের তরুণী থেকে এখন তিনি অনেক বেশি পরিণত এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন।

আলিয়া বলেন, “আগে আমি অনেক বেশি উদ্যমী ছিলাম, সব জায়গায় থাকতে চাইতাম, সব করতে চাইতাম। এখনও উৎসাহী, তবে পদ্ধতিটা এখন অনেক বেশি শান্ত। হুজুগে ভাসি না, বরং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিই।” তবে তিনি স্বীকার করেন, কিশোরীর সহজাত সত্তাটাকে এখনও ধরে রাখতে চান।

ফেস্টিভ্যালে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার আসন্ন স্পাই থ্রিলার ‘আলফা’, যা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের প্রথম নারী-নেতৃত্বাধীন ছবি। শর্বরী ও ববি দেওলের সঙ্গে আলিয়াকে দেখা যাবে। ছবিটি ২০২৬ সালের এপ্রিল মাসে মুক্তি পাবে। আলিয়া স্পষ্ট জানিয়েছেন, “এটি বক্স অফিসে একটি বড় ঝুঁকি, কারণ পুরুষ-কেন্দ্রিক ছবিগুলো যেমন সফল হয়েছে, নারী-কেন্দ্রিক ছবির ইতিহাস এখনও তৈরি হয়নি। তবে চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত।”

‘আলফা’র পাশাপাশি আলিয়া এখন সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রস্তুতিতে ব্যস্ত, যেখানে তাকে দেখা যাবে স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশল এর সঙ্গে।

ফ্যাশন দিক থেকেও আলিয়ার উপস্থিতি ছিল চমকপ্রদ। কালো ফ্লোয়ি গাউন, ডেইন্টি স্টোন-স্টাডেড নেকলেস, কালো শেডস এবং প্লাম্প হিলসের সমন্বয় তার ‘গ্ল্যামারাস ইলেগেন্স’ ফুটিয়ে তুলেছে। মেকআপে হাইলাইটেড বেস, সফট পিংক ব্লাশ ও মাস্কারা-হেভি ল্যাশ তাকে দিয়েছে ফ্রেশ ও ক্যারিশম্যাটিক লুক।

আলিয়ার এই সফরের সময়ই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, ২০২৬ সাল থেকে যুক্তরাজ্যে ওয়াইআরএফ-এর তিনটি বড় বাজেটের ছবি শুটিং হবে। এর ফলে ব্রিটেনে ৩ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি হবে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-এর ৩০ বছর পূর্তিতে বলিউড আবার ব্রিটেনে ফিরে যাচ্ছে, যা ইন্ডাস্ট্রির জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top