কারিশমা কাপুরকে না পেয়ে আজও চিরকুমার অক্ষয়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:১৪

সংগৃহীত

বলিউডের ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতা অক্ষয় খান্না পর্দার ধুমধাম ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে সমানভাবে সমালোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি তার অবিবাহিত থাকার পেছনে কারিশমা কাপুরের নাম জড়ানোর গুঞ্জন আবারও সামনে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এক সময় অক্ষয়-কারিশমার প্রেমের গুঞ্জন ছিল। এমনকি কারিশমার বাবা রণধীর কাপুরও নাকি বিষয়টি মেনে নিয়েছিলেন এবং বিনোদ খান্নার কাছে প্রস্তাবও পাঠিয়েছিলেন। কিন্তু অভিনেত্রীর মা ববিতা কাপুর বিয়ে বাধা দেন, চাননি যে মেয়ের ভরা ক্যারিয়ার ভেঙে সংসারী হোক।

এরপর থেকে অক্ষয় খান্না একা। অন্যদিকে কারিশমারও স্থায়ী সম্পর্ক গড়তে পারেননি। অভিষেক বচ্চনের সঙ্গে তার প্রাথমিক বিয়ে ভেঙে যায়। পরে সঞ্জয় কাপুরের সঙ্গে ঘর বাঁধলেও সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

অক্ষয় খান্না নিজে এই বিষয়ে মুখ খোলেননি। তিনি শুধু বলেছেন, “আগে ভালো পার্টনার পাওয়া উচিত। আমাদের বিয়ে করা উচিত নয় শুধু তাই বলে যে সবাই করে। এমনকি পরিবারের চাপেও বিয়ে করা উচিৎ নয়, নিজে প্রস্তুত না হলে বিয়ে থেকে বিরত থাকা উচিত।”

চিরকুমার অক্ষয়কে ঘিরে গুঞ্জন দীর্ঘদিন ধরে চললেও অভিনেতার নিজস্ব অবস্থান স্পষ্ট – পারফেক্ট পার্টনার না পেলে বিয়ে নয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top