শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

রেড সি চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ল রোহিঙ্গা ভাষার সিনেমা ‘লস্ট ল্যান্ড’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২১

সংগৃহীত

সৌদি আরবের ঐতিহাসিক বন্দর নগরী জেদ্দায় সমাপ্ত হয়েছে পঞ্চম রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের সর্বোচ্চ সম্মান ‘গোল্ডেন ইউসর’ জিতে নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে রোহিঙ্গা ভাষায় নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’। জাপানি নির্মাতা আকিও ফুজিমোতো পরিচালিত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরায় বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় আয়োজিত জমকালো সমাপনী অনুষ্ঠানে আকিও ফুজিমোতোর হাতে পুরস্কার তুলে দেন একাডেমি পুরস্কারজয়ী নির্মাতা ও উৎসবের জুরি প্রধান শন বেকার। বিচারক প্যানেলে আরও ছিলেন প্রখ্যাত লেবানিজ নির্মাতা নাদিন লাবাকি এবং হলিউড অভিনেত্রী ওলগা কুরিলেঙ্কো ও নাওমি হ্যারিস।

হৃদয়স্পর্শী গল্পে মানবিক বাস্তবতা

‘লস্ট ল্যান্ড’ সিনেমাটি মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা দুই রোহিঙ্গা ভাইবোনের হৃদয়বিদারক যাত্রার গল্প তুলে ধরে। নয় বছরের সোমিরা ও তার ছোট ভাই শাফি মালয়েশিয়ায় থাকা চাচার কাছে পৌঁছাতে সাগর ও স্থলপথে বিপজ্জনক এক অভিযানে নাম বাধ্য হয়। পাচারকারীদের ভয়, শোষণ এবং অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই করতে থাকা শিশুদের এই মানবিক সংগ্রাম সিনেমাটিতে অত্যন্ত বাস্তবধর্মী ও সংবেদনশীলভাবে উপস্থাপন করা হয়েছে।

চলচ্চিত্রটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এর অধিকাংশ অভিনয়শিল্পীই অপেশাদার এবং তারা বাস্তব জীবনে শরণার্থী হিসেবে জীবন যাপন করছেন, যা সিনেমার আবেগ ও বিশ্বাসযোগ্যতাকে আরও গভীর করেছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার

উৎসবে ‘সিলভার ইউসর’ বা দ্বিতীয় সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে ফিলিস্তিনি-আমেরিকান নির্মাতা চেরিন ডাবিস পরিচালিত সিনেমা ‘অল দ্যাটস লেফট অফ ইউ’। তিন প্রজন্মের একটি ফিলিস্তিনি পরিবারের দীর্ঘ সংগ্রাম ও ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি জর্ডানের পক্ষ থেকে অস্কারের মনোনয়নের দৌড়েও রয়েছে।

সমাপনী দিনে উৎসবে বিশেষ সম্মাননা প্রদান করা হয় ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবা, মার্কিন নির্মাতা ড্যারেন অ্যারোনোফস্কি এবং কিংবদন্তি অভিনেতা অ্যান্থনি হপকিন্সকে। তারা প্রত্যেকেই সশরীরে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করেন।

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আয়োজন বিশ্ব চলচ্চিত্রে বৈচিত্র্য, মানবিক গল্প ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকল।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top