শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ক্যারিয়ারের শুরুতে কত পারিশ্রমিক পেতেন তৌকির আহমেদ?

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৫

সংগৃহীত

নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ অভিনয়জীবন শুরু করেন আশির দশকের শেষ দিকে। দীর্ঘ ও সফল ক্যারিয়ারের পথে হাঁটার শুরুটা যে খুব সচ্ছল ছিল না, সে কথাই সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তিনি। মাছরাঙা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের পারিশ্রমিক ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই গুণী শিল্পী।

সাক্ষাৎকারে তৌকীর আহমেদ জানান, টেলিভিশনে অভিনয়ের শুরুতে প্রতি নাটকের জন্য তিনি ৭৮০ টাকা পারিশ্রমিক পেতেন। তিনি বলেন,

“টিভিতে অভিনয় শুরু করে প্রথম অবস্থায় প্রতি নাটকে ৭৮০ টাকা পারিশ্রমিক পেতাম। সেটাও সেই সময়ে অনেক টাকা ছিল।”

বর্তমান সময়ের পারিশ্রমিকের সঙ্গে তুলনা করলে তা খুব কম মনে হলেও, সেই সময়ের প্রেক্ষাপটে এটিই ছিল তার জন্য যথেষ্ট—এ কথাও স্বীকার করেন তিনি। তৌকীর আহমেদের মতে, অতিরিক্ত অর্থ অনেক সময় জীবনে নতুন সংকট ডেকে আনে। তার ভাষায়,

“মানুষের জীবনে আসলে কত টাকা দরকার? বেশি টাকা হলে কিন্তু সমস্যাই। আমার সংকটগুলো কেটে গেল। আমি নাটক থেকে নিয়মিত টাকা পাওয়া শুরু করলাম। পাশাপাশি আমার পড়াশোনা শেষ হলো। পরিচিতিও বাড়তে লাগল।”

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করলেও তিনি কখনোই চাকরিজীবী হননি।

“অনার্স পাস করার পর আর চাকরি করিনি। আমি কোনো দিনই চাকরি করিনি। আমরা তিন বন্ধু মিলে একটি কনসালটিং ফার্ম গড়েছিলাম। সেখান থেকেই আমাদের উত্থান শুরু হয়,” বলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি নির্মাণেও সমানভাবে সফল তৌকীর আহমেদ। তার নির্মিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’–এর জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও শ্রেষ্ঠ কাহিনীকারসহ একাধিক জাতীয় পুরস্কার অর্জন করেন। এ ছাড়া কম্বোডিয়ায় অনুষ্ঠিত ৫৭তম এশিয়া–প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ‘সেরা চলচ্চিত্র’ পুরস্কারসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।

দীর্ঘদিনের কর্মজীবনে অভিনয় ও নির্মাণ—দুই ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা তৌকীর আহমেদ এখনও নতুন প্রজন্মের শিল্পীদের কাছে অনুপ্রেরণার নাম।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top