বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তির আগেই ইন্দোনেশিয়ায় সৌরভ-দর্শনা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫
বিয়ের বয়স প্রায় দুই বছর। সময় যত গড়িয়েছে, একে অপরের প্রতি ভালোবাসা কমার বদলে যেন আরও গভীর হয়েছে। ক্যামেরার সামনে কিংবা বাইরে—হাসি, চোখের ভাষা আর নীরব যত্নেই ধরা পড়ে সম্পর্কের উষ্ণতা। সোশ্যাল মিডিয়া হোক বা বাস্তবের কোনো মুহূর্ত—যেখানেই চোখ পড়ে, টালিপাড়ার সবচেয়ে ‘লাভি ডাভি ডুয়ো’ হিসেবে সৌরভ দাস ও দর্শনা বণিকের নামই উঠে আসে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর কলকাতার এক বিলাসবহুল ভেন্যুতে চার হাত এক হয়েছিল সৌরভ-দর্শনার। এবার সেই বিশেষ দিনের দ্বিতীয় বার্ষিকী আসন্ন। তার আগেই শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে, একান্তে সময় কাটাতে ইন্দোনেশিয়ায় উড়ে গেছেন এই তারকা দম্পতি। সেখানেই উদ্যাপন করবেন তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী।
এরই মধ্যে ইনস্টাগ্রামে সমুদ্রতটে তোলা ভালোবাসায় মোড়া একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন তারা। ছবির ক্যাপশনে লিখেছেন—‘ওয়ার্ক, ট্র্যাভেল, সেভ, রিপিট’। অর্থাৎ কাজ, ভ্রমণ, সঞ্চয়—এই চক্রেই এগোয় তাদের জীবন।
কলকাতায় বেশিরভাগ সময়েই কাজ নিয়ে ব্যস্ত থাকেন সৌরভ ও দর্শনা। তবে ফাঁকে সুযোগ পেলেই নিজেদের মতো করে সময় কাটাতে বেরিয়ে পড়েন। দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও তার ব্যতিক্রম হলো না। ভালোবাসার এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতেই বিদেশের মাটিতে পাড়ি জমালেন সৌরভ-দর্শনা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।