কৃতঘ্ন মানুষের অভিজ্ঞতা নিয়ে আবেগঘন পোস্ট দিলেন পরীমনি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৬
সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি এবার নিজের ফেসবুক পোস্টে কৃতঘ্ন মানুষের অভিজ্ঞতার কথা তুলে ধরে আবেগঘন মন্তব্য করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া পোস্টে পরীমনি জানান, তিনি যাদের বিপদে পাশে দাঁড়ান, অনেক সময় তারাই বিপদে তাকে একা ছেড়ে দূরে সরে যায়। তবে পোস্টে তিনি কাউকে সরাসরি নাম না বললেও নিজের অনুভূতির খোলামেলা প্রকাশ করেছেন।
পোস্টে অভিনেত্রী লেখেন, মানুষের সব বিপদে শুধু তার দরজাই সবার জন্য খোলা থাকে। অথচ ঠিক সেই মানুষগুলোর মধ্যে একটি অংশই বিপদে তাকে ছেড়ে চলে যায়।
তবুও এসব ঘটনায় তিনি হতাশ নন। বরং নিজের মনুষ্যত্ব ও বিবেক নিয়ে গর্ব প্রকাশ করেছেন পরীমনি। তিনি বলেন, “আমি নিজেকে বদলাতে পারিনি—না আমার মনুষ্যত্ব, না আমার বিবেক। সেই কারণে আল্লাহ আমাকে অন্য মানুষের পাশে দাঁড়ানোর শক্তি ও সামর্থ্য দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ।”
পরীমনির এই পোস্ট ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্ত ও অনুসারী তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, আবার কেউ কেউ তার বক্তব্যকে বাস্তব জীবনের কঠিন অভিজ্ঞতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।