রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রইদ’ নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত তারিক আনাম খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪
মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রইদ’ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খান। যদিও তিনি নিজে এই সিনেমায় অভিনয় করেননি, তবুও দেশের সিনেমা বিশ্বমঞ্চে পৌঁছানোকে বড় গর্বের বিষয় বলে মনে করছেন এই অভিনেতা।
সম্প্রতি ‘রইদ’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তারিক আনাম খান বলেন, “সিনেমাটি রটারডামের মতো বড় একটি ফেস্টিভ্যালে মেইন কম্পিটিশনে যাচ্ছে—এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমি এই সিনেমায় কাজ করিনি, গল্পও বিস্তারিত জানি না। তবে মেজবাউর রহমান সুমন ‘হাওয়া’ দিয়ে প্রমাণ করেছেন, তিনি মাটির গল্প বলতে জানেন। আমাদের মিথ, সংস্কৃতি ও পেশাজীবনের গল্প পর্দায় তুলে ধরতে তিনি দক্ষ। আমার বিশ্বাস, ‘রইদ’ পুরস্কার জিতবে।”
তিনি আরও বলেন, যত বেশি দর্শক হলে গিয়ে সিনেমা দেখবেন, দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তত এগিয়ে যাবে।
এদিকে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে আসন্ন সিনেমা ‘সোলজার’-এ কাজ করছেন তারিক আনাম খান। এই সিনেমা ও শাকিব খানকে নিয়ে তিনি বলেন, “শাকিব খান এমন একজন অভিনেতা, যে চরিত্রকে নিজের ভেতরে ধারণ করে। সে নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করছে। শাকিব, ফাহাদসহ পুরো টিম এই সিনেমার পেছনে বিশাল শ্রম দিচ্ছে।”
‘সোলজার’-এর ধরন সম্পর্কে আভাস দিয়ে তিনি বলেন, “আমি যতটুকু কাজ করেছি, তাতে মনে হয়েছে এটি কিছুটা রাজনৈতিক ঘরানার সিনেমা। তবে এর সঙ্গে রয়েছে প্রচুর এন্টারটেইনমেন্ট ও নাটকীয়তা। দর্শকরা নিশ্চয়ই সিনেমাটি উপভোগ করবেন।”
দেশের সিনেমার বর্তমান সময়কে ‘নতুন যুগ’ হিসেবে উল্লেখ করে তারিক আনাম খান বলেন, “আমাদের সিনেমা এখন নতুন চিন্তা ও নতুন ধারার দিকে এগোচ্ছে। নতুন নির্মাতারা আসছেন। তবে এই অগ্রযাত্রার জন্য সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা খুবই জরুরি।”
নতুন বছর নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “২০২৪ ছিল আকর্ষণের বছর, ২০২৫ ছিল আক্রমণের। ২০২৬ নিশ্চয়ই আরও ভালো হবে। প্রতিদিন যেমন নতুন সূর্য ওঠে, তেমনি আমাদের সংস্কৃতি ও চলচ্চিত্রও নতুন আলো দেখবে—এই বিশ্বাস রাখি।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।