জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ হলেন মাসুমা রহমান নাবিলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২

সংগৃহীত

পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল কবি জীবনানন্দ দাশের কাল্পনিক নারী চরিত্র বনলতা সেনকে কেন্দ্র করে নির্মাণ করছেন সিনেমা ‘বনলতা সেন’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার মুক্তি ২০২৬ সালের ঈদুল ফিতরে আশা করা হচ্ছে।

নির্মাণকালে প্রধান চরিত্র বনলতা সেনে অভিনয় করছেন মাসুমা রহমান নাবিলা। জানা গেছে, শুরুতে তাকে অন্য চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নাবিলা স্পষ্টভাবে বনলতা সেন চরিত্রটি করতে চেয়েছিলেন। তিন দফা চ্যালেঞ্জিং অডিশনের মাধ্যমে তিনি চরিত্রটি নিশ্চিত করেছেন।

সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাসার। এছাড়াও উপস্থিত আছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ এবং সুমাইয়া খুশি। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, “জীবনানন্দ দাশকে নিয়ে কাজ করা অত্যন্ত দায়বদ্ধতার বিষয়। গবেষণা, প্রস্তুতি এবং উপযুক্ত অভিনয়শিল্পী খোঁজার পুরো প্রক্রিয়া চ্যালেঞ্জিং ছিল।”

ঈদের সিনেমার ভিড়ে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘পিনিক’-এর সঙ্গে নাবিলার ‘বনলতা সেন’ কেমন সাড়া ফেলে, তা দেখার অপেক্ষা এখন দর্শকদের।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top