মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

ডিসেম্বর মুডে নেটিজেনদের মনে উষ্ণতা ছড়ালেন জয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৮

সংগৃহীত

অভিনেত্রী জয়া আহসান মানেই পর্দায় জাদুকরী উপস্থিতি আর বাস্তব জীবনে স্টাইল আইকন। অভিনয়ের দক্ষতায় দশকের পর দশক দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি। এবার শীতের আমেজে নতুন রূপে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মনে উষ্ণতা ছড়ালেন জয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে তাকে দেখা গেছে একদম ভিন্ন ধাঁচের ‘ডিসেম্বর মুড’-এ। ক্যাপশনে জয়া লিখেছেন, ‘ডিসেম্বর মুড।’ ছবির মূল আকর্ষণ ছিল তার পরনের আইভরি শেডের স্লিভলেস ব্লেজার-স্টাইল ড্রেস। আধুনিকতা আর আভিজাত্যের মিশ্রণে তৈরি এই পোশাকে জয়া সত্যিই ছিলেন অনন্য।

প্রতিটি ফ্রেমে নিজের ফ্যাশন সেন্সকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। গলায় সোনালি চোকারের মাঝখানে সবুজ পাথরের ছোঁয়া ছিল, যা ছবির কালার টোনের সঙ্গে সূক্ষ্ম অথচ জোরালো কনট্রাস্ট তৈরি করেছে। গয়নায় জয়ার মিনিমালিস্ট কিন্তু স্টেটমেন্ট পছন্দের প্রমাণ মিলেছে হাতের বড় স্টেটমেন্ট রিং-এ।

বরাবরের মতোই জয়ার এই লুকে প্রশংসায় ভাসিয়েছে নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ওয়াও অনেক বেশি সুন্দর’, আরেকজন মন্তব্য করেছেন, ‘দারুণ লাগছে আপু।’

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top