বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

নির্বাচন-গণভোটের ৮ বিভাগের জন্য ৮টি গান,ঢাকা বিভাগেরটা রিলিজ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৬

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আটটি বিভাগের জন্য পৃথক আটটি গান তৈরি করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এসব গানের মাধ্যমে ভোটারদের মধ্যে নির্বাচন বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা বিভাগের জন্য নির্মিত গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন স্টোইক ব্লিসখ্যাত সংগীতশিল্পী কাজী। ইতোমধ্যে গানটি অনলাইনে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ভাষণে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং শেষ হবে ১০ ফেব্রুয়ারি, অর্থাৎ ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখের বেশি। এছাড়া প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার এ ব্যবস্থায় ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top