বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

করন জোহরের ‘হোমবাউন্ড’-এ কপিরাইট জটিলতা, মামলার প্রস্তুতি লেখিকার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:১৪

সংগৃহীত

বলিউডের প্রভাবশালী নির্মাতা ও প্রযোজক করণ জোহর নতুন এক আইনি ঝামেলার মুখে পড়েছেন। এবার তার প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনস এবং নেটফ্লিক্সের সহযোগিতায় নির্মিত এবং অস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা সিনেমা ‘হোমবাউন্ড’-এর বিরুদ্ধে গুরুতর কপিরাইট লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন সাংবাদিক ও লেখিকা পূজা চাঙ্গোইওয়ালা। তিনি দাবি করেছেন, তার ২০২১ সালে প্রকাশিত উপন্যাস ‘হোমবাউন্ড’ হুবহু নকল করে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

পূজা চাঙ্গোইওয়ালা বলেন, “সিনেমাটি দেখার পর আমি বুঝতে পারলাম যে শুধু শিরোনামই নয়, গল্পের বড় অংশও আমার বই থেকে নেওয়া হয়েছে। আমার উপন্যাস ও সিনেমার বিষয়বস্তু—উভয়ই ২০২০ সালের কভিড-পরবর্তী সময়ে অভিবাসী শ্রমিকদের দেশত্যাগের প্রেক্ষাপটে নির্মিত। ছবির দ্বিতীয়ার্ধে আমার বইয়ের দৃশ্য, সংলাপ, বর্ণনার ভঙ্গি এবং ঘটনার ক্রম স্পষ্টভাবে ব্যবহৃত হয়েছে।”

আইনি পদক্ষেপের আগে তিনি তার আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাগুলিকে নোটিশ পাঠিয়েছেন। পূজা বলেন, “আমি জানি এটি শক্তিশালী করপোরেট সংস্থার বিরুদ্ধে দাঁড়ানো। তবে লেখকের কাজের স্বত্ব রক্ষা করা জরুরি।”

অভিযোগ প্রসঙ্গে নির্মাতারা কপিরাইট লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সিনেমার কাহিনি সাংবাদিক বশারত পীর-এর ২০২০ সালে ‘নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি। ধর্মা প্রোডাকশনস প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকার করেছে। সংস্থার এক মুখপাত্র বলেছেন, “আমরা আইনি পথে এই দাবির জবাব দিচ্ছি। এই মুহূর্তে কোনো মন্তব্য করা সম্ভব নয়।”

মামলায় পূজা চাঙ্গোইওয়ালা চলচ্চিত্রটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা, বিতরণ বন্ধ, নকল উপাদান অপসারণ, শিরোনাম পরিবর্তন এবং কপিরাইট লঙ্ঘনের জন্য বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়েছেন।

নীরজ ঘেওয়ানের পরিচালিত ‘হোমবাউন্ড’-এ অভিনয় করেছেন ঈশান খট্টর, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া। ছবিটি চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় এবং ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে এটি অস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকায় চুরির অভিযোগ সিনেমাটির যাত্রাপথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top