শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

বিদেশে যাই, মন সবসময় দেশে থাকে:কেয়া পায়েল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:১২

সংগৃহীত

অভিনেত্রী ও ব্যবসায়ী কেয়া পায়েল দেশের প্রতি তার অগাধ ভালোবাসার কথা প্রকাশ করেছেন। সম্প্রতি রাজধানীতে নিজের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ভ্রমণ তার পছন্দের হলেও বিদেশে ১০ দিনের বেশি থাকলে দেশের জন্য মন ছটফট করতে থাকে।

কেয়া বলেন, “ভ্রমণ করতে আমি খুব পছন্দ করি। ব্যস্ততার মাঝ থেকে সময় পেলেই বিশ্বের বিভিন্ন দেশে যাই। তবে বিদেশে ১০ দিনের বেশি থাকলেই দেশের জন্য হৃদয় ছটফট করতে থাকে। দেশে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ি। মন সবসময় আমার দেশেই পড়ে থাকে। এজন্য বিদেশে যাইনি, সবসময় বাংলা খাবার এবং প্রবাসীদের খুঁজি। তাদের সঙ্গে দেখা হলে ভীষণ আনন্দ পাই।”

তিনি জানান, কখনো স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করার কোনো পরিকল্পনা নেই। বিদেশে গেলে সবচেয়ে বেশি মিস করেন দেশের খাবার।

কেয়ার কাজের বিষয়ে তিনি বলেন, “আমি সবসময় গল্পনির্ভর কাজ করতে পছন্দ করি, প্ল্যাটফর্ম যে কোনো হোক। দর্শক তা বুঝে গেছে। ভালো গল্প পেলে কখনও ফিরিয়ে দিই না। অভিনয় দিয়েই দর্শক আমাকে চিনেছে, ভালোবেসেছে। তাদের ভালোবাসা অর্জন করাই আমার জীবনের প্রধান সফলতা। এছাড়া সবসময় ভালো কাজের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই। বিদেশের মাটিতে আমাদের কাজের প্রশংসা পেলে আনন্দ ও গর্ব হয়। আমি কাজের মাধ্যমে এটি ধরে রাখতে চাই।”

নাটকে ব্যস্ত থাকা কেয়া পায়েল বর্তমানে ‘কোটিপতি’ নামে একটি নতুন নাটকের কাজ শেষ করেছেন। নাটকটি পরিচালনা করেছেন এস আর মজুমদার। এতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। নাটকটি শীঘ্রই ইউটিউবে প্রকাশিত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top