মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

পরিচালকের ভুলেই রুক্মিণী মল্লিক থেকে ‘কোয়েল’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৬:১৫

সংগৃহীত

দুই দশকেরও বেশি সময় ধরে ‘কোয়েল মল্লিক’ নামেই টলিউডে পরিচিত অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, তার আসল নাম রুক্মিণী মল্লিক। ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে অভিষেকের সময় পরিচালক হরনাথ চক্রবর্তী অনিচ্ছাকৃতভাবে তার নাম পরিবর্তন করে ক্রেডিট লাইনে ‘কোয়েল’ ব্যবহার করেন। এরপর থেকে দর্শকরা তাকে এই নামেই চেনেন।

অভিনেত্রী জানিয়েছেন, তার আসল নাম ব্যবহৃত হলে বর্তমানের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে নামের মিল হয়ে বিভ্রান্তি সৃষ্টি হতো।

কোয়েল বর্তমানে তার নতুন সিনেমা ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ নিয়ে ব্যস্ত। সম্প্রতি ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে তিনি সিনেমায় ফেরার সুখবর দিয়েছেন। গুঞ্জন রয়েছে, দেবের পরবর্তী সিনেমা ‘খাদান ২’-তে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top