আরশকে যেমন ভেবেছিলাম, আসলে ও তেমন নয়: সুনেরাহ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৬:৫৪
ছোট পর্দার জনপ্রিয় জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল সম্প্রতি অংশ নিয়েছিলেন রাফসান সাবাবের জনপ্রিয় শো ‘হোয়াট আ শো’-এ। আলোচনার মধ্যে উঠে আসে তাদের কাজ, ব্যক্তিগত জীবন এবং পর্দার রসায়ন।
শো-তে একটি ভিডিও দেখানো হয়, যেখানে দেখা যায় আরশ খান একটি গাছে চড়ে বসেছেন, আর নিচে দাঁড়িয়ে আছেন সুনেরাহ ও অন্যান্য কলাকুশলীরা। সঞ্চালক রাফসানের প্রশ্নের উত্তরে সুনেরাহ হাসিমুখে জানান, এটি ছিল আরশের জন্য এক ছোটখাটো শাস্তি। তিনি বলেন, “আমি কাজের ক্ষেত্রে ভীষণ সময়নিষ্ঠ। আমার সেটে নায়কদের আগেই পৌঁছাতে হয়। আরশকে আগেই সতর্ক করেছিলাম, তবুও সে পাঁচ মিনিট দেরি করে এসেছিল। তাই ওকে শাস্তি হিসেবে গাছে উঠিয়ে দিয়েছিলাম।”
পাশে থাকা আরশ রসিকভাবে জবাব দেন, “আসলে আমি তো নিজেকে নায়ক ভাবি না, অভিনেতা মনে করি।”
দর্শকরা শুটিংয়ের এই মজার ঘটনার ভিডিওতে তাদের রসায়ন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করেছেন এবং শোটি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।