মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

অভিনেতা ও নির্মাতা হিসেবে তাক লাগালেন হৃদয় খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ১৬:৫৬

সংগৃহীত

কণ্ঠ ও সুর দিয়ে বহু আগেই কোটি মানুষের হৃদয় জয় করেছেন হৃদয় খান। তবে এবার গায়ক কিংবা সংগীত পরিচালক নয়, বরং অভিনেতা ও নির্মাতা হিসেবে দর্শকদের সামনে এসে চমক দেখালেন তিনি। তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’ মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় বইছে প্রশংসার জোয়ার।

ইউটিউবে প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই ‘ট্র্যাপড’ দর্শকদের দৃষ্টি কেড়েছে। কমেন্ট বক্সে ভক্তরা হৃদয়ের নতুন এই রূপ দেখে তাদের মুগ্ধতা প্রকাশ করছেন। একজন দর্শক লিখেছেন, “হৃদয় খানের কাছ থেকে চমৎকার একটি কাজ পেলাম, দারুণ লেগেছে!” আরেকজনের মন্তব্য, “ব্রো, মাইন্ড ব্লোয়িং!”

অনেক দর্শকের মতে, অভিনয়ে হৃদয়ের উপস্থিতি ছিল একদম সাবলীল ও স্বাভাবিক। একজন অনুরাগী লিখেছেন, “সাধারণ হয়েছে ব্রো। আপনার থেকে আরও একটি নতুন শর্ট ফিল্ম দেখতে চাই।”

প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেই এমন সাড়া ফেলায় হৃদয় খানের এই নতুন যাত্রা নিয়ে আশাবাদী দর্শকরা। অনেকেই মনে করছেন, অভিনয় ও নির্মাণে ভবিষ্যতে আরও চমকপ্রদ কাজ উপহার দেবেন এই জনপ্রিয় শিল্পী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top