বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

বিচ্ছেদের পথে টালিউড অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও শ্রেয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৪:২৫

সংগৃহীত

দীর্ঘদিন ধরে টালিপাড়ায় চলা গুঞ্জন অবশেষে বাস্তব রূপ নিল। ভারতীয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী শ্রেয়ার দাম্পত্য জীবনের ইতি টানার খবর প্রকাশ্যে এসেছে। রোববার (৪ জানুয়ারি) জয়জিৎ নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জয়জিৎ ও শ্রেয়ার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে গত ডিসেম্বর মাসেই। এর আগের প্রায় দুই বছর ধরে তারা আলাদা থাকছিলেন বলে জানা যায়। যদিও এই সময়জুড়ে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা চললেও প্রকাশ্যে কোনো কাদা ছোড়াছুড়ি বা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে দেখা যায়নি।

সব আলোচনা ও গুঞ্জনের মাঝেও ব্যক্তিগত পরিসর ও পারস্পরিক সম্মান বজায় রাখার দৃষ্টান্ত রেখেছেন এই দম্পতি। সম্পর্কের সমাপ্তি ঘটলেও সন্তানের ভবিষ্যৎ ও মানসিক স্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তারা। সময়ের সঙ্গে নতুন বাস্তবতাকে মেনে নিয়ে নিজেদের মতো করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জয়জিৎ ও শ্রেয়া—এমনটাই ইঙ্গিত মিলেছে তাদের ঘনিষ্ঠ সূত্র থেকে।

উল্লেখ্য, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় টালিউডের একজন জনপ্রিয় অভিনেতা। চ্যালেঞ্জ ২ (২০১২), চাঁদ পাহাড়ি (২০১৩) ও রাজা রানি রোমিও (২০২৩)–এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে পরিচিতি লাভ করেন। বড় পর্দা ও ছোট পর্দা—দুই মাধ্যমেই সাবলীল অভিনয়ের জন্য তিনি প্রশংসিত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top