বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রথম বিবাহবার্ষিকীতে রোজার গ্ল্যামার, ভালোবাসায় ভাসছেন তাহসান-রোজা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৪:২৬

সংগৃহীত

দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার সহধর্মিণী রোজা আহমেদ। প্রথম বিবাহবার্ষিকী ঘিরে তাদের ভালোবাসার গল্পে যোগ হলো আরও একটি সুখের অধ্যায়। বিশেষ এই দিনকে কেন্দ্র করে রোজার দৃষ্টিনন্দন আয়োজন ও নজরকাড়া লুক এখন শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে, পাশাপাশি শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই তারকা দম্পতি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি প্রকাশ করেন রোজা আহমেদ। মুহূর্তেই সেগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং নেটিজেনদের মাঝে তৈরি হয় ব্যাপক আলোচনা। নানা লুকে আগেও ভক্তদের নজর কেড়েছেন রোজা, তবে এবারের উপস্থিতি যেন আলাদা মাত্রায় চমকে দিয়েছে সবাইকে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দিয়েছেন রোজা। গ্ল্যামারাস ও লাস্যময়ী এই লুকে তাকে দেখা গেছে আত্মবিশ্বাসী ও উজ্জ্বল উপস্থিতিতে, যা ভক্তদের প্রশংসায় ভাসিয়েছে।

বিবাহবার্ষিকীর আয়োজনেও ছিল বিশেষ চমক। বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সাজানো দৃষ্টিনন্দন কেক, সাদা ক্রিমে মোড়া নান্দনিক নকশা এবং পাশে একটি সুন্দর গোলাপের তোড়া—সব মিলিয়ে আয়োজনটি ছিল বেশ রোমান্টিক। নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রী রোজাকে এই বিশেষ সারপ্রাইজটি দিয়েছেন তাহসান।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ। বিয়ের মুহূর্তের ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তারা। এক বছর পর সেই ভালোবাসার গল্প আরও একবার নতুন করে আলো ছড়াল বিবাহবার্ষিকীর উদযাপনে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top