বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

রোমে পাড়ি দিয়েছিলেন রাশমিকা ও বিজয়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৪:২৮

সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। দীর্ঘদিন ধরেই তাদের প্রেম নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা তুঙ্গে। নতুন বছরের শুরুতেই সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন এই দুই তারকা।

নববর্ষ উদযাপনের জন্য রোমে পাড়ি দিয়েছিলেন রাশমিকা ও বিজয়। একান্তে সময় কাটিয়ে সম্প্রতি ভারতে ফিরেছেন তারা। ফেরার পথে হায়দরাবাদ বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি হন এই জুটি, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে পাশাপাশি হাঁটছেন রাশমিকা ও বিজয়। ক্যাজুয়াল লুকে রাশমিকার পরনে ছিল ধূসর ট্রাউজার, বেইজ হাই-নেক সোয়েটার ও কালো জ্যাকেট। অন্যদিকে ঢিলেঢালা প্যান্ট, কালো টি-শার্ট, লেদার জ্যাকেট ও বিনি পরে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেখা যায় বিজয় দেবরাকোন্ডাকে। দুজনেরই মুখে ছিল মাস্ক, সঙ্গে ছিলেন তাদের টিমের সদস্যরা।

এর আগেও তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহল বেড়েছে একাধিক ঘটনায়। সম্প্রতি বিজয় ইনস্টাগ্রামে ছুটির কিছু ছবি শেয়ার করলে সেখানে রাশমিকাকে খুঁজে পান অনুরাগীরা, যা নতুন করে জল্পনার জন্ম দেয়।

সূত্রের খবর, এই তারকা যুগলের সম্পর্ক এখন আর গুঞ্জনের পর্যায়ে নেই। জানা গেছে, ২০২৫ সালের ৩ অক্টোবর তাদের বাগদান সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই বিয়ে করতে যাচ্ছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।

আরও জানা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের একটি রাজকীয় প্রাসাদে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে। বাগদানের মতোই বিয়ের আয়োজনও খুব ব্যক্তিগত রাখতে চান এই তারকা জুটি, যেখানে উপস্থিত থাকবেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top