চলচ্চিত্র উৎসবে উপস্থিত হতে পারেননি লিওনার্দো
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৪:২৮
পাম স্প্রিংস, ক্যালিফোর্নিয়া – ঝলমলে আলো, লালগালিচা আর তারকাখচিত রাত সব প্রস্তুত ছিল, কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল চিত্রনাট্য। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘পাম স্প্রিংস’ চলচ্চিত্র উৎসবে হাজির হতে পারেননি হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও।
উৎসব কর্তৃপক্ষের বরাত দিয়ে মার্কিন এক গণমাধ্যম জানায়, সীমিত আকাশসীমা ও হঠাৎ জারি হওয়া ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ডিক্যাপ্রিও সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। উৎসবে তার অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য ‘ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ গ্রহণের কথা ছিল।
ভ্রমণ জটিলতার পেছনে রয়েছে ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক উত্তেজনা। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়া হলে, নিরাপত্তাজনিত কারণে ওই অঞ্চলের নির্দিষ্ট কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেন্ট বার্থেলেমিতে পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটিতে থাকা ডিক্যাপ্রিও সেই নিষেধাজ্ঞার কবলে পড়েন।
উৎসবের এক মুখপাত্র বলেন, “ভ্রমণ জটিলতায় লিওনার্দো আজ উপস্থিত থাকতে পারছেন না। তবে তার অসাধারণ কাজের স্বীকৃতি দিতে পারা আমাদের জন্য সম্মানের।”
সব মিলিয়ে বলা যায়, শারীরিকভাবে উপস্থিত না হলেও সাফল্যের মঞ্চে হাজির লিওনার্দো ডিক্যাপ্রিও। সমালোচকদের প্রশংসা ও পুরস্কারের স্বীকৃতি প্রমাণ করছে, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ইতিমধ্যেই বছরের অন্যতম আলোচিত সিনেমা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।