বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

ফিরছে ‘কাভি খুশি কাভি গাম’, শুরু হলো সিক্যুয়েলের প্রি-প্রোডাকশন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৪:৩০

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহরের ২০০১ সালের ব্লকবাস্টার সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’ দীর্ঘ ২৫ বছর পর বড় পর্দায় ফিরছে। সূত্রের খবর অনুযায়ী, সিনেমাটির সিক্যুয়েলের প্রাথমিক কাজ বা প্রি-প্রোডাকশন ইতিমধ্যেই শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগের সিনেমার মতো এই সিক্যুয়েলটিও পরিবারকেন্দ্রিক গল্প বা ফ্যামিলি ড্রামা ঘরানার হবে। করণ জোহর এটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা হিসেবে তৈরি করতে চান। তবে নতুন সিনেমার নাম আগেরটিই থাকবে নাকি পরিবর্তন হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্মাতা নিজেও এই বিষয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করেননি।

সিনেমার কাস্টিং নিয়ে চলছে জোর আলোচনা। শোনা যাচ্ছে, এবার গল্পে থাকতে পারে দুইজন নায়ক ও দুইজন নায়িকা, কিন্তু তারা কে হবেন তা এখনো গোপন রাখা হয়েছে। খুব দ্রুতই অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হতে পারে।

২০০১ সালে মুক্তি পাওয়া মূল সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর। প্রেম, পারিবারিক বন্ধন এবং মা-ছেলের আবেগের গল্পে নির্মিত সেই সিনেমা দর্শকদের মনে চিরস্থায়ী ছাপ রেখেছিল। আড়াই দশক পর সিক্যুয়েলের খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে কৌতূহল ও নস্ট্যালজিয়া তৈরি হয়েছে।

এখন দেখার বিষয়, করণ জোহর পুরোনো তারকাদের সঙ্গে সিনেমা এগিয়ে নেবেন নাকি নতুন মুখের মাধ্যমে দর্শকদের চমক দেখাবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top