রূপালি পর্দায় যুক্ত হচ্ছে ‘রাক্ষস’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৪:৩১
চলতি বছরের ঈদুল ফিতরের আনন্দে রূপালি পর্দায় হাজির হতে যাচ্ছে রোমাঞ্চকর সিনেমা ‘রাক্ষস’। দেশের বহুল আলোচিত অভিনেতা সিয়াম আহমেদের নতুন এই ছবিতে রোমাঞ্চ ও এক্সট্রিম অ্যাকশন জমে উঠবে।
‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমার শুটিং দেশের সীমা পেরিয়ে শ্রীলঙ্কায় শুরু হয়েছে। সিয়ামের সঙ্গে সিনেমায় অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং হবে। এর আগে ঢাকায় শুরু হয়েছিল সিনেমার কাজ, যেখানে সিয়ামের ভিন্নধর্মী লুক ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল তৈরি করেছে।
শ্রীলঙ্কার কাজ শেষ করে ইউনিট ঢাকায় ফিরবে, বাকি অংশের শুটিং ও পোস্ট প্রোডাকশন শেষ করে সিনেমাটি রোজার ঈদে মুক্তির জন্য প্রস্তুত হবে।
উল্লেখযোগ্য, এই সিনেমায় সিয়ামের বিপরীতে ঢালিউডে আত্মপ্রকাশ করছেন সুস্মিতা চ্যাটার্জি। এর আগে ২০২১ সালে তিনি ‘প্রেম-টেম’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক করেছিলেন। এছাড়া ‘চেঙ্গিজ’ ও ‘মানুষ’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।