বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

‘ভুল ভুলাইয়া ৩’-এর পর আবারও বলিউডে বাঙালি অভিনেত্রী প্রান্তিকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৪:৩২

সংগৃহীত

গেল বছরের কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ৩’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন বাঙালি অভিনেত্রী প্রান্তিকা দাস। এবার তিনি আবারও বলিউডে ফিরছেন, তবে এবার পার্শ্ব চরিত্র নয়, সরাসরি মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে।

প্রান্তিকার নতুন ছবি ‘জোর’ হরর-কমেডি ঘরানার। ছবিটি প্রযোজনা করছে কেএসএস প্রোডাকশন, এবং পরিচালনা করছেন গৌরব দত্ত। এটি মুক্তি পাবে চলতি মাসের ১৬ তারিখ।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে তিন বন্ধুর জীবন ও সম্পর্কের গল্পের ওপর। মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋষভ রাজ চাড্ডা (জিতু), আকাশ মাখিজা (গুড্ডু) এবং প্রান্তিকা দাস (সরস্বতী)। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিজ্ঞ অভিনেতা জয় সেনগুপ্ত।

প্রান্তিকা চরিত্র নিয়ে জানান, “সরস্বতীর চরিত্রটি আমার জন্য খুব চ্যালেঞ্জিং। সে তার উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য সব কিছু করতে প্রস্তুত, এমনকি নিজের সৌন্দর্যকেও লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করে।” তিনি আরও বলেন, “ছবিতে অনেক ভয়ের দৃশ্য ছিল, শুটিং করতে গিয়ে সত্যিই ভয় পেয়েছি। আশা করি, দর্শকরা ছবিটা ভালোভাবে উপভোগ করবেন।”

উল্লেখ্য, প্রান্তিকাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ভর্গ’ ছবিতে। চলতি বছরে তিনি বলিউডের পাশাপাশি একটি ওড়িয়া ছবিতেও কাজ করতে চলেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top